Sunday, August 24, 2025

লে থেকে দিল্লি : হাজার কিলোমিটার দূর থেকে মাতৃদুগ্ধ এসে পৌঁছয় শিশুর কাছে

Date:

Share post:

অতিমারি ও বিরল রোগের কারণে মা এবং এক মাসের শিশুর মধ্যে তৈরি হয়েছে হাজার কিলোমিটারের দূরত্ব। এক জটিল রোগে আক্রান্ত ওই শিশু। তবে মা ও শিশুর মধ্যে হাজার কিলোমিটারের দূরত্ব তৈরি হলেও বঞ্চিত হয়নি মায়ের দুধের থেকে। লে থেকে দিল্লি, স্রেফ ইচ্ছাশক্তির জোরে মাতৃদুগ্ধ এসে পৌঁছচ্ছে সেই শিশুর কাছে।

গত ১৬ জুন জম্মু ও কাশ্মীরের লে’র একটি হাসপাতালে জন্ম হয় ওই শিশুপুত্রের। জন্মের পরই মা দোরজে পালমো খেয়াল করেন, শিশু মাতৃদুগ্ধ খেতে অক্ষম। চিকিৎসকদের পরামর্শে দু’দিন পর অসুস্থ শিশুটিকে নিয়ে পরিবারের অন্যান্য সদস্যরা দিল্লি এসে পৌঁছন। নিজের কর্মস্থল মাইসুরুর থেকে চলে আসেন শিশুটির বাবা জিকমেত ওয়াংসুক। এরপর তাকে শালিমার বাগের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক হর্ষবর্ধন জানান, এই সদ্যোজাত বিরল রোগে আক্রান্ত। এই রোগে খাদ্যনালী ও শ্বাসনালী একসঙ্গে জুড়ে থাকে। চারদিনের শিশুটির তিন ঘণ্টা ধরে অস্ত্রোপচার হয়। শিশুটিকে সুস্থ করতে মায়ের দুধের প্রয়োজন হয়।

অন্যদিকে অতিমারি সংক্রমণের কারণে অসুস্থ মাকে দিল্লি আনা সম্ভব ছিল না। এই কঠিন সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন লে বিমানবন্দরে কর্মরত ওয়াংদুসের কয়েকজন বন্ধু। একটি বেসরকারি সংস্থার বিমানে রোজ বাক্সবন্দি মায়ের দুধ দিল্লি এসে পৌঁছয়। প্রতিদিন কোনও না কোনও এক সহৃদয় যাত্রী তা নিয়ে আসেন। এর জন্য বিমান সংস্থাকে কোনও টাকা দিতে হয় না। রোজ একই সময়ে দিল্লি বিমানবন্দরের একটি নির্দিষ্ট স্থানে ওয়াংদুস অপেক্ষা করে। এমনটা চলছে প্রায় মাসখানেক ধরে।

spot_img

Related articles

ধূমকেতুর প্রশংসায় পঞ্চমুখ: পরিচালক কৌশিকের মুনশিয়ানা সৃজিতের মুখে

একের পর এক যেভাবে বাংলা চলচ্চিত্রের সব রেকর্ড ভেঙে দিয়ে এগিয়ে চলেছে 'ধূমকেতু', তাতে একটা সাস্কেস পার্টি তো...

বিচ্ছেদের ইতি! গণেশ চতুর্থীতে সস্ত্রীক দেখা দিতে পারেন গোবিন্দা

গোবিন্দা এবং সুনীতা আহুজার (Govinda & Sunita Ahuja)বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা তুঙ্গে। শুক্রবার জানা গিয়েছিল, সুনীতা নাকি বান্দ্রা আদালতে...

যা চাই তাই দেয়, টাকা পেলে দুর্বল স্বামী হতে আপত্তি নেই যিশুর!

বলিউডে ফের 'ট্রায়াল' দিতে তৈরি অভিনেতা যিশু সেনগুপ্ত (Jishu U Sengupta)। তাঁর বিচরণ এখন আর শুধু টলিপাড়ায় আটকে...

লুটের অস্ত্রে ছিনতাই, ডাকাতি! ভোটের আগে বাংলাদেশে অরাজকতা ঠেকাতে ব্যর্থ

এক বছর আগে সরকারের পালা বদলের সময়ে গোটা বাংলাদেশ জুড়ে ন্যায়ের শাসক কার্যত উড়ে গিয়েছিল। সেই সুযোগে চট্টগ্রামের...