এমন কথা কখনও শুনেছেন? ফোনে চার্জ দিলেই শারীরিকভাবে ফিট থাকা যায় । যদিও দিল্লির দুই কিশোরের আবিষ্কার সেটাই বাস্তব করেছে ।

মোহাক ভাল্লা ও আনন্দ গঙ্গাধারণ যখন দশম শ্রেণীতে পড়তেন, তখনই নতুন আবিষ্কারের নেশা পেয়ে বসে তাদের। পদার্থবিদ্যার একটি থিওরি কাজে লাগিয়ে তারা তৈরি করে ফেলেন মোবাইলের অভিনব এক চার্জার।
এই চার্জারের নাম দিয়েছেন ‘মোবি চার্জার’। এটি এমন একটি যন্ত্র যা আপনাকে একই সাথে শারীরিকভাবে ফিট করবে এবং মোবাইলও চার্জ হবে।
নিশ্চয়ই ভাবছেন কেমন করে কাজ করে এই যন্ত্র? তারা জানিয়েছেন, এই যন্ত্র হাঁটার সময় গতিশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে দেয়। আর এই বিদ্যুৎ শক্তির ফলে মোবাইল চার্জ হতে থাকে ।
শুধুমাত্র হাঁটার সময় এই যন্ত্রটি জুতোর মধ্যে লাগিয়ে নিতে হবে। আর তার সঙ্গে বিদ্যুতের তার দিয়ে চার্জার জোড়া থাকবে মোবাইলে। এরপর আপনি যখন হাঁটবেন তখন গতিশক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হবে। আবিষ্কর্তাদের দাবি, সাধারণ বৈদ্যুতিক চার্জারের তুলনায় এই চার্জারে কুড়ি শতাংশ বেশি দ্রুততার সঙ্গে চার্জ হবে।
মোহক এখন দিল্লির ভারতী বিদ্যাপীঠ কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র আর আনন্দ পড়ছেন চেন্নাইয়ের ভেলোর ইনস্টিটিউট অব টেকনোলজিতে। কিন্তু পড়াশোনার ফাঁকেও তারা নিরন্তর চেষ্টা করে চলেছেন যন্ত্রটিকে আরও নতুনভাবে আপগ্রেড করার জন্য । আগামী দু এক বছরের মধ্যেই এই যন্ত্রটি বাজারে চলে আসবে বলে তারা আশাপ্রকাশ করেছেন ।

