মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে আসছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। আজ রো
রবিবার যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে আছড়ে পড়তে পারে ক্যাটাগরি তিন মাত্রার সামুদ্রিক ঘূর্ণিঝড় ডগলাস।
জানা গিয়েছে, ওই ঝড়গুলি হল, হ্যারিকেন হান্না , হ্যারিকেন ডগলাস এবং ট্রপিকাল ঝড় গঞ্জাল। জানা গিয়েছে, হ্যারিকেন হানা শনিবার সকালেই শক্তি বৃদ্ধি করে। এর গতিবেগ ৭৫ এমপিএইচ ছিল। আর এর সেন্টার ছিল করপাস ক্রিস্তির ১০০ মাইল পূর্ব-দক্ষিণ পূর্বে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, ডগলাস ঘণ্টায় ১২০ মাইল (প্রায় ১৯৩ কিলোমিটার/ঘণ্টা) গতিবেগে প্রবাহিত হচ্ছে এবং কেন্দ্র থেকে অন্তত ২৫ মাইল বিস্তৃত হয়ে এগোচ্ছে। উপকূলে আঘাত হানার সময়ে শক্তিশালী ঝড়ো হাওয়া, ভয়ঙ্কর ঢেউ এবং ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে।
টেক্সাসের সামুদ্রিক এলাকা গুলিতে ইতিমধ্যে সতর্কতা জারি করা হয়েছে। যাতে কোন রকম ক্ষতি না হয়, সেই কারণে প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় বাহিনীকেও। তবে ক্রমেই এগিয়ে আসছে হ্যারিকেন ডগলাস। তবে মাটি স্পর্শ করার আগে ওই ঝড়ের ক্ষমতা অনেকটাই কমবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এর গতিবেগ ১১০ এমপিএইচ থাকবে বলে মনে করা হচ্ছে। যা আগামী ৩৬ ঘণ্টার মধ্যে কমবে। তবে ক্রমেই উত্তর দিকে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
