Saturday, January 31, 2026

ভুতুড়ে বিদ্যুৎ বিল দেখে অবাক হরভজন!

Date:

Share post:

করোনার মধ্যে লকডাউনের জেরে বিশ্বের বহু মানুষ কাজ হারিয়েছেন। নি:স্ব হয়ে পড়েছেন সমাজের খেটে খাওয়া মানুষগুলো। এরই সঙ্গে গোদের ওপর বিষফোঁড়ার মতো উড়ে এসে জুড়ে বসেছে বিদ্যুৎতের ভুতুড়ে বিল। এর কারণে অতিষ্ঠ অনেকেই। অনেকেই অভিযোগ করেছেন, করোনা আবহে মনগড়া বিল বানিয়ে বাড়ি বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে । ভারতীয় দলের প্রাক্তন তারকা হরভজন সিং-ও এবার একই অভিযোগ করলেন। তাঁর বাড়িতে গড়ে যা বিল আসে তার থেকে এবার সাত গুণ বেশি এসেছে। যা দেখে অবাক ভাজ্জি।
হরভজন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘এত বিল! গোটা মহল্লার বিল কি আমাকে পাঠিয়ে দিয়েছে নাকি! ৩৩,৯০০ টাকা! গড়ে যা বিল আসে তার থেকে সাত গুণ বেশি! বাহ্!’
হরভজনের এই টুইট যেন সাধারণ মানুষকে সমর্থন জুগিয়েছে। কলকাতা ও সংলগ্ন এলাকায় অনেক বাড়িতে বিরাট অঙ্কের বিদ্যুৎ বিল পাঠিয়েছে সিইএসসি। তা নিয়ে বহু জায়গায় সাধারণ মানুষ বিক্ষোভ জানিয়েছেন । তবে সিইএসসি নিজেদের অবস্থানে অনড়। তাদের দাবি, তারা নাকি সঠিক বিল পাঠিয়েছে। বহু বাড়িতে গড় বিলের থেকে পাঁচ-সাত গুণ বেশি এসেছে এবার। এই পরিস্থিতিতে এত টাকা বিদ্যুত বিল কোথা থেকে মেটাবেন সেটাই বুঝে উঠতে পারছেন না বহু মানুষ।
আদানি ইলেকট্রিসিটি মুম্বই ও সংলগ্ন এলাকায় বিদ্যুত সরবরাহ করে। তাদের বিরুদ্ধেও একই অভিযোগ। অনেকেই দাবি করেছেন, গত দুমাস ধরে মিটার রিডিং করতে বাড়িতে কোনও কর্মী আসেননি। এর পর মনগড়া বিল পাঠিয়ে দেওয়া হচ্ছে। এবার আদানি ইলেকট্রিসিটি-র বিরুদ্ধে হরভনও সোচ্চার হলেন। প্রায় ৩৪ হাজার টাকার বিল ১৭ অগাস্টের মধ্যে মেটাতে হবে ভাজ্জিকে। হরভজনের কথামতো সাধারণত তাঁর মুম্বইয়ের বাড়িতে বিল আসে সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা। বিদ্যুতের বিল তাই এখন খবরের শিরোনামে । ভাজ্জি কি করেন সেদিকেও নজর সবার।

spot_img

Related articles

বাংলায় আগুন রাজনীতি শাহর: বিজেপি রাজ্যে ক্ষতিপূরণ কোথায়, দ্বিচারিতা স্পষ্ট করলেন ব্রাত্য

বাংলার মানুষকে দেওয়ার জন্য ভাঁড়ার শূন্য বিজেপির। নিজেদের খামতি ঢাকতে ব্যস্ত বঙ্গ বিজেপির নেতা থেকে মোদি-শাহ। এবার কলকাতার...

সরস্বতী পুজো বন্ধ করা মাঠেই অমিত শাহর সভা! বাংলা-বিরোধীদের ধুইয়ে দিল তৃণমূল

শাহর সভা শুরুর আগেই তার আসল চেহারা বাংলার সামনে তুলে ধরল বাংলার শাসক দল। যে অমিত শাহ ২০১৪...

নজরে বিধানসভা ভোট, রাতেই বঙ্গ বিজেপির নেতাদের ক্লাস নিলেন শাহ

বাংলায় বেজে গিয়েছে ভোটের দামামা। দিল্লি থেকে যাতায়াত শুরু করে দিয়েছেন নরেন্দ্র মোদী-অমিত শাহরা(Amit Shah)।  শুক্রবার রাতে ফের...

বেলডাঙায় হিংসার ঘটনার তদন্তে NIA, গঠিত হচ্ছে বিশেষ দলও

মুর্শিদাবাদের বেলডাঙায় হিংসার ঘটনার তদন্তভার হাতে নিল এনআইএ(NIA)। এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে কয়েক সপ্তাহ আগেই ব্যাপক...