কোভাসের উদ্বোধনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ও ৩ রাজ্যে মুখ্যমন্ত্রীদের বৈঠকে রাজ্যের বকেয়া মিটিয়ে দেওয়ার দাবি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের নরেন্দ্র মোদির সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রী অনুরোধ করেন, কোভিডের চিকিৎসায় রাজ্যের প্রচুর খরচ হয়েছে, এই পরিস্থিতিতে কেন্দ্রের কাছে রাজ্যের যে বকেয়া ৫৩ হাজার কোটি টাকার রয়েছে সেটি অবিলম্বে দিয়ে দেওয়া হোক। একই সঙ্গে তিনি বলেন, পশ্চিমবঙ্গ ভাইরাস মোকাবেলার পাশাপাশি বিধ্বংসী ঘূর্ণিঝড় আমফানে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেক্ষেত্রে শুধুমাত্র প্রধানমন্ত্রীর দেওয়া অগ্রিম এক হাজার কোটি টাকা কেন্দ্রের তরফে মিলেছে। অথচ রাজ্যের তরফে ৩৫ হাজার কোটি টাকা চাওয়া হয়েছিল। ইতিমধ্যেই আমফানে ক্ষতিপূরণ দিতে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে যদি বিপর্যয় মোকাবিলার তহবিল থেকে টাকা খরচ করে ফেলা হয় তাহলে আগামী দিনে রাজ্যে বন্যার মতো প্রাকৃতিক বিপর্যয় হলে সরকার কোথা থেকে অর্থ পাবে? প্রশ্ন তোলেন মমতা। বৈঠকে তিনি রাজ্যে কোভিড মোকাবেলায় কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তার খতিয়ান তুলে ধরেন।
