Friday, November 14, 2025

মহামারির জের, পিএফ থেকে ৩০ হাজার কোটি টাকা তোলার আবেদন

Date:

Share post:

মারণ ভাইরাসের কোপে প্রাণ হারাচ্ছেন একের পর এক মানুষ। সেই কোপ পড়েছে মানুষের অর্থনীতির উপরও। এই সংকটকালীন পরিস্থিতিতে ভবিষ্যতের সঞ্চয়ের কথা ভুলতে বসেছেন সাধারন মানুষ। মহামারিকালে বর্তমানে বাঁচার রাস্তা খুঁজছেন বেশিরভাগই। এই আবহে লক্ষ লক্ষ ভারতীয় জীবনের শেষ সম্পদ প্রভিডেন্ট ফান্ড থেকে টাকাও তুলে নিচ্ছেন। গত ৪ মাসেরও কম সময়ে ৩০ হাজার কোটি টাকা পিএফ তুলে নিয়েছেন ভারতীয়রা।

চাকরি থেকে ছাঁটাই অথবা বেতন হ্রাস, গত কয়েক মাসে এই শব্দগুলির সঙ্গে আরও বেশি করে অভ্যস্ত হয়েছে বিশ্ববাসী। ব্যতিক্রম নয় এই দেশও। মহামারি আবহে বহু সংস্থা কর্মীদের ছাঁটাই করেছে। কেউ কেউ আবার বেতন হ্রাসের পথে হেঁটেছে। জানা গিয়েছে, পিএস থেকে টাকা তোলার জন্য আবেদন করেছেন ৮০ লক্ষ মানুষ। এপ্রিল থেকে নিজেদের সঞ্চয় এর অংশ তুলতে শুরু করেছেন তাঁরা।

ইপিএফও জানিয়েছে, সারা দেশের প্রায় ৩০ লক্ষ কর্মী ৮ হাজার কোটি টাকা পিএফ থেকে তুলেছেন৷ বাকি ২২ হাজার কোটি সাধারণ ভাবেই তোলা হয়েছে৷ সেই সংখ্যাটাও প্রায় ৫০ লক্ষ৷ মার্চ মাসে কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছিল ইপিএফও সদস্যরা মোট টাকার ৭৫ শতাংশ বা তিন মাসের পিএফ-এর টাকা তুলতে পারবেন। বিশেষজ্ঞদের মতে, পিএফ থেকে টাকা তোলার প্রবণতা আগামী দিনে আরও বাড়বে। কারণ মহামারি পরিস্থিতিতে যত দিন যাবে তত পকেটে টান পড়বে সাধারণ মানুষের।

spot_img

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...