ছোট ব্যবসায়ীদের স্বার্থে বীরভূমে লকডাউনের সময়সূচি পরিবর্তন: অনুব্রত

এবার থেকে আংশিক লকডাউনের সময় সীমা বেলা বারোটার পরিবর্তে বেলা তিনটে পর্যন্ত করল জেলা প্রশাসন। বাজার খোলা থাকছে ঈদ ও তার আগের দিন। পূর্ণ দিবস লকডাউনের তারিখ অপরিবর্তিত থাকছে। বৃহস্পতিবার, দলীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, শ্রমিক ও ছোট খাটো ব্যবসায়ীদের কথা ভেবে এবার থেকে আংশিক লকডাউনের সময় সীমা পরিবর্তন করা হল। বেলা ১২টার পরিবর্তে বেলা ৩টা পর্যন্ত বাজার-হাট খোলা থাকবে। লকডাউন লাগু হবে বেলা ৩ টা থেকে রাত ১১টা পর্যন্ত।

পাশাপাশি, সামনের শুক্রবার ও শনিবার ঈদের দিন কোন লক ডাউন থাকছে। ওই দুই দিন স্বাভাবিক অন্যান্য দিনের মতো সারা দিন রাত বাজার খোলা থাকবে।

Previous articleসংক্রমণের শঙ্কায় ফের বাড়তে চলেছে প্যারোলের মেয়াদ
Next articleস্বামীর কাতর আর্জি, ‘পজিটিভ’-স্ত্রী হাসপাতালে ভর্তি হলে রান্না করবে কে?