কারণ ঋণখেলাপ। অনিল আম্বানির সংস্থার মুম্বইয়ের সদর কার্যালয় অধিগ্রহণ করল ইয়েস ব্যাঙ্ক। সংবাদপত্রে একটি বিজ্ঞপ্তি জারি করে কর্তৃপক্ষ জানিয়েছে, ২ হাজার ৮৯২ কোটি টাকার ঋণ নিয়ে তা সময়মতো ফেরত না দেওয়ায় এই পদক্ষেপ করা হল। এর পাশাপাশি, দক্ষিণ মুম্বইয়ে অনিল আম্বানির দু’টি ফ্ল্যাটও অধিগ্রহণ করেছে ইয়েস ব্যাঙ্ক।

আম্বানির সংস্থা ‘অনিল ধীরুভাই আম্বানি গ্রুপ’ বা রিলায়্যান্স গ্রুপ পরিচালিত ‘রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার’-এর হেড অফিস দক্ষিণ মুম্বইয়ের সান্তাক্রুজ এলাকার রিলায়্যান্স সেন্টারে। ব্যাঙ্কের তরফে বিজ্ঞপ্তি জারি করা জানানো হয়েছে, মে মাসের ৬ তারিখ ঋণ মেটানোর দাবি জানিয়ে অনিলের সংস্থাকে নোটিশ পাঠানো হয়। কিন্তু দু’মাসের মধ্যেও ঋণ না মিটিয়ে শর্তের খেলাপ করায় সংস্থার তিনটি সম্পত্তির দখল নেওয়া হয়েছে। উক্ত সম্পত্তি সংক্রান্ত কোনও ব্যবসায়িক লেনদেন না করার জন্যও জনসাধারণকে আবেদন জানানো হয়েছে। অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
