Sunday, November 9, 2025

সিঙ্গাপুরের হাসপাতালে প্রয়াত সাংসদ অমর সিং

Date:

Share post:

রাজ্যসভার সাংসদ অমর সিং প্রয়াত। বিগত বেশ কয়েক মাস ধরে সিঙ্গাপুরের হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। ২০১৩ সালে তাঁর কিডনির অসুখ ধরা পড়ে। চিকিৎসার পর ফের রাজনীতিতে ফেরেন ২০১৬ সালে। আবার ২০১৯-এ অসুস্থ হন। কলকাতায় বেড়ে ওঠা ৬৪ বছরের অমর সিং রেখে গেলেন স্ত্রী পঙজা এবং দুই যমজ মেয়েকে। এ বছরের মার্চ মাস নাগাদ গুজব ছড়ায় অমর সিং মারা গিয়েছেন। হাসপাতালের বেড থেকে অমর সিং ট্যুইট করে জানিয়েছিলেন, ‘টাইগার জিন্দা হ্যায়।’

আজ শনিবার সকালেও ট্যুইট করে ঈদের শুভেচ্ছা জানিয়ে ছিলেন এবং বালগঙ্গাধর তিলকের জন্মদিনে শ্রদ্ধা জ্ঞাপন করেছিলেন। তারপর সময় গড়াতে নিজেই চলে গেলেন অতীতের পাতায়। ওই সময় একটি ভিডিও ট্যুইট করে দেশের মানুষকে অনুরোধ করেছিলেন করোনার বিরুদ্ধে লড়াইয়ে প্রধানমন্ত্রীর পাশে থাকার জন্য।

রাজনীতির আঙিনায় অমর সিং ক্ষমতার অলিন্দে ঘোরাফেরা করতেন। ছিলেন পলিটিক্যাল ম্যানেজার। দিল্লিতে সরকার তৈরি করা, সাংসদদের সমর্থন জোগাড় করার প্রশ্নে পর্দার আড়ালে থেকে অমর সিং-এর ভূমিকা ছিল চোখে পড়ার মতো। মুলায়ম সিং-এর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল দাদা ভাইয়ের মতো। কিন্তু সেই দল ছেড়েই তিনি একসময় বেরিয়ে আসেন ২০১০ সালে। সমাজবাদী পার্টি তাঁকে বহিষ্কারও করে। অমিতাভ বচ্চন পরিবারের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল চোখে পড়ার মতো। কিন্তু রাজনৈতিক ডামাডোলে সেই সম্পর্কেরও ইতি হয়। জয়া বচ্চনকে সাংসদ করার পিছনে তার ভূমিকা কেউই অস্বীকার করতে পারবেন না। পরে সিঙ্গাপুরে হাসপাতালের বেডে শুয়ে অমিতাভ বচ্চনের সঙ্গে খারাপ সম্পর্কের কারণে নিজেকে দোষী সাব্যস্ত করে দুঃখ প্রকাশও করেন।

spot_img

Related articles

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...

১১ বলেই অর্ধশতরান! রঞ্জি ট্রফিতে বিশ্বরেকর্ড মেঘালয়ের ব্যাটারের

রঞ্জি ট্রফির( Ranji Trophy) ইতিহাসে বিশ্ব রেকর্ডে(World Record) তৈরি করলেন মেঘালয়ের ব্যাটসম্যান আশিষ কুমার চৌধুরী(Asis Kumar Chowdhury)। মোট...

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...