Tuesday, May 20, 2025

ন্যাশনাল গেমসে সোনা জিতে দিনমজুরি খাটছেন সরিতা!

Date:

Share post:

ন্যাশনাল গেমসে সোনা জিতে দেশের মুখ উজ্জ্বল করেছেন । সেই খেলোয়াড়ই এখন রয়েছেন চরম আর্থিক সংকটে। সংসারে নুন আনতে পান্তা ফুরোয়। আর তাই সংসার টানতে কখনও চায়ের দোকান চালানো, তো কখনও দিনমজুরের কাজ করছেন। ঝাড়খণ্ডের সরিতা তিরকের এটাই রোজনামচা।
সরিতার কৃতিত্ব রীতিমতো তাক লাগিয়ে দেওয়ার মতো । লন বল খেলায় দু’‌বার ন্যাশনাল গেমসে সোনা। শুধু তাই নয়, আন্তর্জাতিক স্তরেও একাধিকবার দেশের নাম উজ্জ্বল করেছেন।
দরিদ্র ঘরের সন্তান সরিতা ২০০৭ সাল থেকে জাতীয় গেমসে অংশ নিচ্ছেন । ওই বছর তিনি ঝাড়খণ্ডের হয়ে প্রতিনিধিত্ব করেন। এরপর ২০১১ সালে বিহারের হয়ে খেলে সোনা জেতেন সরিতা। এরপর ২০১৫ সালে ফের ঝাড়খণ্ডের হয়ে খেলেন তিনি। এবারেও জাতীয় গেমসে চ্যাম্পিয়ন হন সরিতা। এছাড়া ২০১৫ এবং ২০১৭ সালে ন্যাশনাল লন বল চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন তিনি। ২০১৮ সালে জিতেছিলেন রুপো। এছাড়া গত বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এশিয়া–প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জেতেন।সরিতার আক্ষেপ , এর আগে একাধিকবার রাজ্য সরকারের কাছ থেকে সাহায্যের প্রতিশ্রুতি পেয়েছেন । কিন্তু ওই পর্যন্তই । প্রতিশ্রুতির বন্যায় ভেসে যাওয়া সরিতার ঝাড়খণ্ড সরকারের কাছে সব মিলিয়ে ৩.‌৭১ লক্ষ টাকা পাওয়ার কথা। কিন্তু সেই আর্থিক সাহায্য আজও মেলেনি। এই অবস্থায় অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টুর্নামেন্টেও নামতে পারতেন না তিনি, যদি না অন্যান্য খেলোয়াড়রা এগিয়ে আসতেন। তাঁরাই সরিতার যাওয়ার জন্য টাকার বন্দোবস্ত করে দেন। এমনকী টুর্নামেন্টে নামার জন্য জুতোও কিনে দেন তাঁর কোচ মধুকান্ত পাঠক। তবে আশায় বুক বাধছেন এই কৃতী খেলোয়াড় ।

spot_img

Related articles

হিংসা নয় শান্তি চাই, বিজেপির সাম্প্রদায়িক রাজনীতিকে তোপ মুখ্যমন্ত্রীর

দেশের এই অশান্ত পরিস্থিতিতে বারবার শান্তির বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। মঙ্গলবার উত্তরবঙ্গের(North Bengal) ডাবগ্রামের সরকারি পরিষেবা...

আন্দোলনে চিকিৎসকরা! গরহাজিরায় এনআরএস-এর চিকিৎসকদের নির্দেশিকা কর্তৃপক্ষের

অভয়ার বিচার চেয়ে আন্দোলন থেকে চাকরিহারা শিক্ষকদের আন্দোলনে বারবার প্রকাশ্যে এসেছেন রাজ্যের সরকারি হাসপাতালের চিকিৎসকরা। রাজ্যের তরফে আন্দোলনের...

প্লেঅফের আশা শেষ হওয়ার পরই ঋষভদের উদ্দেশ্যে বার্তা সঞ্জীব গোয়েঙ্কার

সানরাইজার্স হায়দরাবাদের(SRH) কাছে হারের পরই এবারের মতো আইপিএলের(IPL) প্লেঅফের আশা শেষ লখনউ সুপার জায়ান্টসের(LSG)। এরপরই দলের উদ্দেশ্যে আবেগতাড়িত...

আদি কৈলাস যাত্রার রুটে ব্যাপক ধস! আটকে কয়েকশো তীর্থযাত্রী-সহ স্থানীয় বাসিন্দা

উত্তরাখণ্ডের (Utterakhand) পিত্রোগড়ে আদি কৈলাস যাত্রার রুটে ধস, আটকে কয়েকশো তীর্থযাত্রী। ভূমিধসের রাস্তাটি সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। তীর্থযাত্রীদের...