সুশান্তের মৃত্যুর তদন্ত নিয়ে বিহার পুলিশ এবং মুম্বই পুলিশের মধ্যে টানাপোড়েন অব্যাহত। এরই মধ্যে চাঞ্চল্যকর দাবি করলেন বিহার পুলিশের ডিজিপি গুপ্তেশ্বর পান্ডে। তাঁর দাবি, ৫০ কোটি টাকা সরানো হয়েছে অভিনেতার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে। মুম্বই পুলিশের কাছে তাঁর প্রশ্ন ” এই বিষয়টি নিয়ে কি তদন্ত হওয়া উচিত নয়?”

গুপ্তেশ্বর পান্ডের কথায়, “গত চার বছরে সুশান্ত সিং রাজপুতের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৫০ কোটি টাকা তোলা হয়েছে। যার মধ্যে মাত্র গত ১ বছরে ১৭ কোটি টাকা তোলা হয়েছে। আমরা চুপ করে বসে থাকব না। আমরা মুম্বই পুলিশের কাছে জানতে চাইব কেন এই বিষয়টি সামনে আনা হলো না?”


গত সপ্তাহে প্রয়াত অভিনেতা বাবা কৃষ্ণ কুমার সিং পাটনার রাজীব নগর থানায় রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। তদন্তের স্বার্থে মুম্বই পৌঁছয় বিহার পুলিশের একটি দল। এরপরই দুই রাজ্যের পুলিশের মধ্যে টানাপোড়েন শুরু হয়। বিহার পুলিশের ওই দল অভিযোগ করে তদন্তে সহযোগিতা করছে না মুম্বই পুলিশ। ইতিমধ্যেই বৃহন্মুম্বই পুরসভা বিহার পুলিশের এসপি বিনয় তিওয়ারিকে কোয়ারেন্টাইনে পাঠিয়েছে। তাতে আরও ক্ষুব্ধ বিহার পুলিশ। গুপ্তেশ্বর পান্ডে বলেন, “স্বচ্ছতা রাখতে তদন্তের যাবতীয় তথ্য মুম্বই পুলিশের উচিত বিহার পুলিশকে জানানো।
