Wednesday, August 27, 2025

গুরুতর অভিযোগ, মাধ্যমিকের মার্কশিটের সঙ্গে ওয়েবসাইটের নম্বর মিলছে না

Date:

Share post:

মাধ্যমিকের মার্কশিটের সঙ্গে ওয়েবসাইটের নম্বর মিলছে না৷ এমনই অভিযোগ উঠেছে৷
ওয়েবসাইট যে নম্বর দেখানো হয়েছিলো, মাধ্যমিকের মার্কশিট হাতে আসার পর পরীক্ষার্থী দেখছে, তাতে বিষয়ভিত্তিক নম্বর আলাদা। বিভিন্ন জেলায় বহু পরীক্ষার্থীর এই অভিজ্ঞতা হচ্ছে। এদের অনেকেই মধ্যশিক্ষা পর্ষদে যোগাযোগও করেছে বলে খবর। পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এর কারণ খুঁজতে তিনি পুলিসের সাইবার ক্রাইম বিভাগের সাহায্য চেয়েছেন৷ প্রয়োজন হলে সিআইডির সহযোগিতাও চাওয়া হবে৷
মহামারি পরিস্থিতির জন্য এ বছর ফল প্রকাশের দিনই মার্কশিট বিলি করতে পারেনি পর্ষদ। ১৫ জুলাই ভার্চুয়াল সাংবাদিক বৈঠক করে ওয়েবসাইটে ফল প্রকাশ করে পর্ষদ। ২২ জুলাইয়ের পর মার্কশিট হাতে পেতে শুরু করে পরীক্ষার্থীরা। তার আগে ওয়েবসাইট থেকে মোট এবং বিষয়ভিত্তিক নম্বর দেখে, তার প্রিন্ট আউটও বের করে নিতে পেরেছে তারা। কিন্তু কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে, ওয়েবসাইটে দেওয়া নম্বরের সঙ্গে পরীক্ষার্থীর মার্কশিটের নম্বরে অনেকটাই অমিল রয়েছে। পর্ষদ অভিযোগ পেয়ে দেখেছে, মার্কশিটের নম্বরই পরীক্ষার্থীর প্রকৃত প্রাপ্ত নম্বর। কারণ তা পর্ষদের রেকর্ডের সঙ্গে মিলে যাচ্ছে। পর্ষদের সভাপতি বলেছেন, বিষয়টি নিয়ে তদন্তের প্রয়োজন রয়েছে।
তবে ওয়েবসাইট সংস্থাগুলির তরফে গাফিলতি হওয়াও অস্বাভাবিক নয়। যেহেতু প্রতিটি ধাপই ভালোভাবে ডকুমেন্টেড থাকে, তাই কোন ধাপে ডেটা এন্ট্রিতে ভুল হয়েছে, তা সহজেই ধরা সম্ভব বলে মনে করছে এ বিষয়ে বিশেষজ্ঞ মহল।

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...