অযোধ্যার রাম জন্মভূমি মন্দিরের জমকালো ভূমি পুজোর অনুষ্ঠানের প্রথম প্রসাদ কে পেয়েছেন জানেন? এক দলিত পরিবারের কাছে পৌঁছেছে সেই প্রসাদ৷ মহাবীর পরিবারকে রাম চরিত মানসের একটি অনুলিপি এবং একটি তুলসী মালা সহ সেই “মহাপ্রসাদ” দেওয়া হয়েছে। এই পরিবারের হাতে প্রসাদ তুলে দেওয়ার পরই অন্যান্যদের প্রসাদ বিতরণ শুরু হয় অযোধ্যাতে।
ওই মহাবীর পরিবার প্রধানমন্ত্রীর আবাসন যোজনার গ্রাহক৷ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে এই পরিবারের সঙ্গে খাবার ভাগ করে নিয়েছিলেন৷
বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজো করেছিলেন। প্রধানমন্ত্রী ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল এবং আরএসএসের প্রধান মোহন ভাগবত।



