প্রচন্ড ঝাঁকুনি । তারপরই অন্ধকার হয়ে যায় বিমানের ভিতর। বুঝতেই পেরেছিলেন বড় বিপদ ঘটছে। কিন্তু একটুও ভয় পাননি তিনি । বিধ্বস্ত বিমানের ভিতর থেকেই একে একে প্রায় ৩৫জন যাত্রীকে উদ্ধার করেন কোন্নগরের বাসিন্দা বছর চব্বিশের যুবক অভীক বিশ্বাস। এয়ার ইন্ডিয়ার ওই বিমানের কেবিন ক্রু তিনি।

কোন্নগরের সিদ্ধেশ্বরী তলার বিশ্বাস পরিবার জানিয়েছেন, অনেক রাতে নিজেই বাবা-মাকে ফোন করেছিলেন অভীক। তিনি জানিয়েছেন, প্লেনের যাত্রীদের উদ্ধার করতে গিয়েই তাঁর পায়ে আঘাত লেগেছে। তবে তা গুরুতর নয়। তিনি সুস্থ আছেন।
তিন বছর আগে ইন্ডিগোতে কেবিন ক্রু হিসেবে যোগ দেন অভীক। পরে ইন্ডিগোর চাকরি ছেড়ে এয়ার ইন্ডিয়ায় যোগ দেন। শনিবার অভীকের বাবা অজয় বিশ্বাস এবং মা ভারতী বিশ্বাস বলেন, “এখন চিন্তা মুক্ত ছেলে ভালো আছে।”
তাঁরা দুজনেই বলেছেন, “ “ছেলেটা বড় বিপদ থেকে বেঁচে ফিরেছে। ও কথা বলেছে, ওর গলা শুনেই শান্তি পেয়েছি।”

উল্লেখ্য, শুক্রবার অবতরণের জন্য বেশ কিছুক্ষণ ধরে কেরলের কোঝিকোড় বিমানবন্দরের আকাশে ঘুরছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমান আইএক্স-১৩৪৪। কিন্তু লাগাতার বৃষ্টির জেরে খারাপ আবহাওয়া থাকায় রানওয়ে থেকে পিছলে গিয়ে বিমানটি খাদে পড়ে যায়। তার জেরেই ঘটে এই দুর্ঘটনা।
