আজ রবিবার বিশ্ব আদিবাসী দিবস। এদিন স্বাস্থ্যবিধি মেনে পূর্ব বর্ধমানে এই দিনটি পালন করা হয়। জেলাপরিষদের সহ সভাপতি দেবু টুডুর নেতৃত্বে জেলার বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হয়।

আদিবাসী দিবস উপলক্ষ্যে বর্ধমানের পারবীরহাটার উৎসব ময়দান থেকে একটি মিছিলের আয়োজন করা হয়। স্বাস্থ্যবিধি মেনে এই মিছিল হয়। মিছিল শেষ হয় কোটকম্পাউণ্ডের সিধু কানুর মূর্তির সামনে। সাঁওতালি পোষাক পরে ও ধামসা মাদল নিয়ে মিছিলে অংশ নেন দেবু টুডু। পাশাপাশি ভাতার, আউশগ্রাম, মেমারি, রায়নাতেও আদিবাসী দিবস পালন করা হয়েছে।

রাষ্ট্রসঙ্ঘ আদিবাসীদের অধিকার, ঐতিহ্য ও সংস্কৃতিকে সুরক্ষা দেওয়ার জন্য এই দিনটি পালনের সিদ্ধান্ত নেয়। ১৯৯২ সালে জাতিসঙ্ঘের মানবাধিকার কমিশনের উন্নয়ন ও সংরক্ষণ উপকমিশনের কর্তারা তাদের প্রথম সভার আয়োজন করেন। ওই সভায় প্রস্তাব দেওয়া হয় ৯ অগাস্ট আদিবাসী দিবস পালন করা হবে। ১৯৯৪ সালে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদের অধিবেশনে সিদ্ধান্ত নেওয়া হয় প্রতিবছর ৯ অগাস্ট ‘বিশ্ব আদিবাসী দিবস’ পালন করা হবে।
