Monday, November 3, 2025

সরকারি নির্দেশিকা উড়িয়ে স্কুলে ক্লাস, শোকজ প্রধান শিক্ষককে

Date:

Share post:

সরকারি নির্দেশিকাকে উপেক্ষা করে ক্লাস করানোর জেরে প্রধান শিক্ষককে শোকজ করল স্কুল শিক্ষা দফতর। ঘটনা পশ্চিম মেদিনীপুরের দাসপুরের হাটসরবেড়িয়া হাইস্কুলের। বুধবার ওই স্কুলের দশম শ্রেণীর ক্লাস হয়।

রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে আপাতত বন্ধ থাকবে স্কুল কলেজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে ন পরিস্থিতির উন্নতি হলে তবেই সেপ্টেম্বর মাসে শিক্ষক দিবসের পর স্কুল খোলা যেতে পারে। এরই মধ্যে নিয়ম ভেঙে ক্লাস হলো স্কুলে। গোটা ঘটনায় ক্ষুব্ধ স্কুল শিক্ষা দফতর।

কেন সরকারি নির্দেশিকাকে উপেক্ষা করে স্কুল খোলা হলো? এই বিষয়ে প্রধান শিক্ষক বৃন্দাবন ঘটকের সাফাই, “অভিভাবকরা স্কুল খোলার জন্য অনুরোধ করেছিলেন। তাই পরিচালন সমিতি স্কুল খোলার সিদ্ধান্ত নেয়। শুধুমাত্র দশম শ্রেণীর ক্লাস চালু করা হয়েছে।” স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, মহামারি পরিস্থিতিতে পড়ুয়ারা পিছিয়ে পড়ছে। ওদের স্বার্থেই স্কুল খোলা হয়েছে।

জানা গিয়েছে, ওই স্কুলে দশম শ্রেণীর পড়ুয়ার সংখ্যা ১৫০। তার মধ্যে এদিন উপস্থিত ছিল ৫২ জন। তিন ঘণ্টা ক্লাস নেওয়া হয়। দু’টি হলঘরে পড়ুয়াদের বসানো হয়েছিল বলে স্কুল সূত্রে খবর। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে স্বাস্থ্যবিধি মেনে এদিন ক্লাস নেওয়া হয়েছে। কিন্তু যেখানে সরকারি স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সেখানে স্কুল খোলা মারাত্মক অপরাধ বলে মনে করছে শিক্ষা মহলের একাংশ। জেলা স্কুল পরিদর্শক চাপেশ্বর সর্দার বলেন, ” ক্লাস বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে স্কুলকে। উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।”

spot_img

Related articles

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...