সরকারি হাসপাতাল চত্বরে মৃতদেহ খুবলে খাচ্ছে কুকুর। এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনা অন্ধ্রপ্রদেশের ওঙ্গলের সরকারি হাসপাতালের। জানা গিয়েছে, রাজীব গান্ধী ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সের সামনে একটি আশ্রয়স্থল বানানো হয়েছিল৷ মূলত গৃহহীনরা সেখানে থাকেন। ওই আশ্রয়স্থলে মৃত এক ব্যক্তিকে কুকুর কামড়াচ্ছে। এমনই এক ভিডিও সামনে এসেছে।

মৃত ব্যক্তির নাম কান্ত রাও৷ গোটা ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ আনা হয়েছে। হাসপাতালে ভর্তি না নেওয়ার ফলে এমন চূড়ান্ত পরিণতি হয়েছে বলে কান্তের পরিজনরা অভিযোগ করেন। কেন ওই ব্যক্তিকে ফেলে রাখা হয়েছিল তা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন হাসপাতালের সুপার। এই ঘটনায় দুঃখপ্রকাশ করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু৷ অত্যন্ত নিন্দনীয় ঘটনা বলেও তিনি উল্লেখ করেন৷

This is heartbreaking! A patient’s dead body has been lying uncared at the Ongole GGH for 2 days. Dogs have mauled & eaten the body sending jitters into co-patients. This is a serious violation of human dignity & huge mgmt failure of AP Gov. I am at loss of words to condemn this! pic.twitter.com/CVdBw8umLj
— N Chandrababu Naidu #StayHomeSaveLives (@ncbn) August 11, 2020