Sunday, August 24, 2025

রাজ্য নয়, কেন্দ্রের হাতেই থাকবে করোনা ভ্যাকসিন দেওয়ার ভার

Date:

Share post:

রাজ্য নয়, কেন্দ্রের হাতেই থাকবে করোনা ভ্যাকসিনের ভার।
বিশ্ব মহামারীতে সংক্রমণ রুখতে ভারতে কোন ভ্যাকসিন ব্যবহার করা হবে তা নির্দিষ্ট হওয়ার পর সেই টিকা সংগ্রহ ও সরবরাহ করবে কেন্দ্রীয় সরকারই। কোনও রাজ্য সরকার আলাদা করে ভ্যাকসিন সংগ্রহ করবে না। সব অঞ্চলের মধ্যে সাম্য বজায় রেখে দেশের সর্বত্র ভ্যাকসিন পৌঁছে দেওয়ার দায়িত্ব নেবে কেন্দ্রীয় সরকার। জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

ইতিমধ্যেই বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা করেছে রাশিয়া। তারপরই এদেশে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক প্রতিষেধক সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য ‘ন্যাশনাল এক্সপার্ট গ্রুপ অন ভ্যাকসিন অ্যাডমিনিস্ট্রেশন’ নামে বিশেষজ্ঞ দল গঠন করে। নীতি আয়োগের স্বাস্থ্য বিষয়ক সদস্য ভি কে পালের নেতৃত্বে সেই বিশেষজ্ঞ দল বৈঠকে বসেছিল। এছাড়া কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ-সহ বিশেষজ্ঞরা সম্ভাব্য ভ্যাকসিন এদেশে সংগ্রহ ও সরবরাহের রূপরেখা নিয়ে আলোচনা করেন। এরপরেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়, কোনও রাজ্যই যেন ভ্যাকসিন সংগ্রহের জন্য আলাদা পথ না নেয় তার জন্য পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। কেন্দ্রীয় ভাবেই দেশের সব অঞ্চলের মধ্যে সাম্য রক্ষা করে কোল্ড চেনের মাধ্যমে দেশের সব প্রান্তে ভ্যাকসিন পৌঁছে দেওয়া হবে। কোন ভ্যাকসিন দেশ গ্রহণ করবে তা ঠিক করবে ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসারি গ্রুপ অন ইমিউনাইজেশন। স্বাস্থ্য নিরাপত্তা ও কার্যকারিতা বিবেচনা করেই উপযুক্ত ভ্যাকসিন বাছা হবে। ভ্যাকসিন সংগ্রহের জন্য কী কী ভাবে অর্থের সংস্থান হতে পারে তা নিয়েও আলোচনা করেছে কেন্দ্র।

 

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...