স্বাধীনতা দিবসে ভারতে করোনা আক্রান্ত ছাড়ালো ২৫ লক্ষ

ভারতে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। প্রতিদিন আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। প্রতি ২৪ ঘন্টায় ভেঙে যাচ্ছে আগের ২৪ ঘন্টার রেকর্ড। এবার আরও উদ্বেগ বাড়িয়ে করোনায় ভারতে মোট আক্রান্তের সংখ্যা ছাড়ালো ২৫ লক্ষ।

গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৬৫,০০২ জন। এর ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫ লাখ ২৬ হাজার ১৯৬ জন।

আক্রান্তের পাশাপাশি মৃতের সংখ্যাও বাড়ছে বিদ্যুৎ গতিতে। গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে করোনায় বলি হয়েছেন আরও ৯৯৬ জন রোগী। এর ফলে ভারতে করোনায় মোট মৃত বেড়ে দাঁড়িয়েছে ৪৯ হাজার ৩৬ জন। আজ, শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রক তাদের বুলেটিনে আরও জানিয়েছে, এই মুহূর্তে দেশে চিকিৎসাধীন সক্রিয় আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ ৬৮হাজার ২২০ জন। তবে স্বস্তির খবর, দেশজুড়ে সুস্থতার হারও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৫৭ হাজার ৩৮১ জন করোনাজয়ী। আর সব মিলিয়ে দেশে করোনাজয়ীর সংখ্যা দাঁড়ালো ১৮ লক্ষ ৮ হাজার ৯৩৬ জন।

Previous articleএলওসি থেকে এলএসি- চ্যালেঞ্জ করলে জবাব পাবে: নাম না করে পাকিস্তান-চিনকে হুঁশিয়ারি মোদির
Next articleস্বাধীনতা দিবসেও রাজ্যকে নিশানা রাজ্যপালের