কলকাতা মেট্রো-যাত্রীদের জন্যে এবার যাত্রা শুরু করলো ‘মেট্রো রেল অ্যাপ’। কলকাতা মেট্রো সম্পর্কিত সব তথ্য পাওয়া যাবে এই অ্যাপে৷ মেট্রো রেলের দুই আধিকারিক এই অ্যাপ বানিয়েছেন। শনিবার থেকেই গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে এই মেট্রো রেল অ্যাপ।

মহামারি আবহে মেট্রো যেদিন থেকে চালু হবে সেদিন থেকেই সামাজিক দূরত্ববিধি মেনেই চলবে মেট্রো। তাই অনলাইন পরিষেবায় জোর দিচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষ।
মেট্রো রেলের এই অ্যাপে থাকছে টাইম টেবিল। নোয়াপাড়া থেকে কবি সুভাষ ও সল্টলেক সেক্টর ফাইভ থেকে স্টেডিয়াম পর্যন্ত ট্রেন চলার সময় দেওয়া আছে। মোট ১৮টি বিষয়ে সাহায্য পাওয়া যাবে এই অ্যাপ মারফত৷ থাকছে, প্যাসেঞ্জার সার্ভিস আপডেট, স্টেশন ইনফরমেশন, ট্রেনের সময় সারণী, ফেয়ার স্ট্রাকচার, ইনস্ট্রাকশনস ফর প্যাসেঞ্জার, সিকিউরিটি চেক, এস্ক্যালেটর ব্যবহার, লিফট ব্যবহার, প্ল্যাটফর্মে কি কি করবেন, ট্রেনের মধ্যের অবস্থা, মেট্রোয় কোন কোন জিনিষ নিষেধ, অপরাধ ও জরিমানা। এ ছাড়া থাকবে টেন্ডার প্রক্রিয়ার সমস্ত ব্যবস্থা। গোটা দেশের রেলের বিভিন্ন প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া দেখা যাবে এই অ্যাপ থেকে।
একইসঙ্গে যাত্রীদের জন্য আরও বেশকিছু সুবিধা থাকছে। থাকছে অনলাইন রিচার্জ করার ব্যবস্থা। যাঁরা মেট্রোর স্মার্ট কার্ড হোল্ডার, তাঁরা এই অ্যাপ থেকে সুবিধা পাবেন। গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপ ডাউনলোড করা যাবে। আপাতত ওয়েবসাইট মারফত অ্যাপ কাজ করছে।
