Friday, May 9, 2025

দুই নদীর মাঝে খাল হলে জ্বালিয়ে দেওয়া হবে, কেন্দ্রকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

সরযূ ও যমুনা নদীর মাঝে খাল তৈরি হলে পাঞ্জাব সেই খাল জ্বালিয়ে দেবে। কেন্দ্রকে এমনভাবেই সতর্ক করে দিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। একই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন খাল তৈরি হলে জাতীয় নিরাপত্তার সমস্যা তৈরি হবে।

মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং বৈঠকে বসেন। ওই বৈঠকে অমরিন্দর সিং বলেন, ” জাতীয় সুরক্ষার দিক সবার আগে বিবেচনা করতে। সরযূ ও যমুনা এই দুই নদীর মাঝে খাল তৈরির সিদ্ধান্ত নিলে, পাঞ্জাব তা মেনে নেবে না। জ্বালিয়ে দেওয়া হবে। এতে হরিয়ানা ও রাজস্থানকে ফল ভুগতে হবে।” বৈঠকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী দাবি করেন, জলের সম্পূর্ণ সরবরাহ চাই।

পাঞ্জাব এবং হরিয়ানার আলাদা আলাদা রাজ্য হওয়ার পরই জল নিয়ে বিতর্ক শুরু হয়। নদীর জলের এক বিপুল অংশ নিজেদের বলে দাবি করেছিল হরিয়ানা। কিন্তু তাতে রাজি হয়নি পাঞ্জাব। ১৯৭৫ সালে ইন্দিরা গান্ধী সরকারের আমলে একটি অর্ডার প্রকাশ করা হয়। তাতে দুই রাজ্যের মধ্যে জল ভাগ করে দেওয়া হয়। তারই অংশ হিসাবে খাল নির্মাণের অনুমোদন দেয় সরকার। ১৯৮২ সালে খাল নির্মাণের কাজ শুরু হয়। ১৯৮৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী
এসএডি প্রধান হরচাঁদ সিং লঙ্গোওয়ালের সঙ্গে দেখা করে নতুন চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। এই চুক্তির ঠিক এক মাসের মধ্যেই জঙ্গিদের হাতে নিহত হন লঙ্গোওয়াল।

spot_img

Related articles

পোপ রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট: ঘোষণা ভাটিকান সিটির

ঘোষিত হল পরবর্তী পোপের নাম। ক্যাথলিক সম্প্রদায়ের নেতৃত্ব দেবেন রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট। তাঁর ক্যাথলিক নাম লিও দ্য ফোর্টিন।...

রাজ্যের স্কুলগুলিতে বাড়ল গরমের ছুটি! কতদিন পর্যন্ত? জানুন

রাজ্যের সরকারি ও সরকার–সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে গরমের ছুটি এক সপ্তাহেরও বেশি বাড়িয়ে ৩১ মে পর্যন্ত করা হল। পশ্চিমবঙ্গ স্কুল...

নয়া কৃতিত্ব! সাইকেলে এভারেস্টের অন্নপূর্ণা বেস ক্যাম্পে প্রথম বাঙালি মেয়ে

একজন করলেন বিশ্বরেকর্ড। অন্যজন স্থান করে নিলেন বিশ্বে তিন নম্বরে। বিশ্বের প্রথম কমবয়সী বাঙালি মহিলা তথা প্রথম ভারতীয়...

১৬৫তম রবীন্দ্রজয়ন্তী উদযাপন: রাজ্যজুড়ে শ্রদ্ধাঞ্জলি, জোড়াসাঁকো থেকে বিধানসভায় অনুষ্ঠান

শুক্রবার দেশ জুড়ে যথাযথ মর্যাদায় পালিত হবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মদিন। কবিগুরুর জন্মদিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে নানা...