Tuesday, August 26, 2025

মায়ের দুধ খেতে দুই ছানার ঠেলাঠেলি, তৃতীয়কে চেটেপুটে সাফ করছে শীলা

Date:

Share post:

কিশোর সাহা

দুই ছানা মায়ের দুধ খেতে ঠেলাঠেলি করে চলেছে। তৃতীয় জনকে চেটেপুটে সাফ রাখতেই ব্যস্ত মা-শীলা। এমন মনকাড়া ছবি দেখা যাচ্ছে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে। বৃহস্পতিবার লকডাউনের দিনে তিন ছানাকে নিয়ে নিস্তরঙ্গ সাফারি পার্কে দারুণ কাটাল শীলা। ওদের বাবা বিভান অবশ্য পাশের এনক্লোজারে রয়েছে ছানাদের জন্মের আগে থেকেই। কিন্তু, তিন ছানাকে নিয়ে শীলার খুনসুটি, জীবনযাপন ভিডিওতে তুলে রাখতে এতটুকুও দেরি করেনি কর্তৃপক্ষ।

ঘটনা হল, প্রায় ১২০ দিন আগে শীলা যখন যৌনসঙ্গমের জন্য তেতে উঠেছিল সে সময়েই কর্তৃপক্ষ সতর্ক হয়েছিলেন। ঘটনাচক্রে, তার কয়েক মাস আগে থেকেই পাশের খাঁচায় বিভানকে রাখা হয়েছিল। দুজনে দুজনকে দেখে শত্রুতামূলক আচরণ করেনি। একে অন্যকে দেখে গর্জন করেনি। বরং, দুজনের মধ্যে একটা প্রীতির সম্পর্ক খেয়াল করেছিলেন সাফারি কর্তৃপক্ষ। এর পরে বিভানকে শীলার খাঁচায় ছেড়ে দেওয়া হয়েছিল। প্রায় দিন দশেক দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক হয়।
সাফারি পার্কের এক কর্তা জানান, সাধারণত, যৌনসম্পর্কে তৃপ্ত হলে স্ত্রী বাঘ পুরুষ বাঘকে এড়িয়ে চলতে শুরু করে। এখানেও শীলা বিভানকে এড়িয়ে চলতে শুরু করে। এর পরে বিভানকে ফের আলাদা করে দেওয়া হয়। শীলা কিছুদিনের মধ্যে গর্ভবতী হয়ে পড়ে।
সেটা কীভাবে বোঝা যায়! স্ত্রী বাঘের রোজকার খাবারের পরিমাণ বেড়ে যায়। অন্তত, ৭-৮ কেজি মাংস বেশি খেতে শুরু করে গর্ভবতী বাঘ। সেই মতো লক্ষ্য রাখা শুরু হয়। ১১০-১২০ দিনের মাথায় শীলা তিন ছানার জন্ম দেয়।

সেই ছানারা এখন বেঙ্গল সাফারি আলোকিত করে রেখেছে। লকডাউনেও ছানাদের কাণ্ডকারখানা দেখে জনমানবহীন ভাবে থাকার কথা ভুলে গিয়েছেন কর্মীরা। দুই ছানা কখনও মায়ের দুধ খাওয়ার জন্য ধস্তাধস্তি করছে। আবার তৃতীয় ছানাকে মা চেটেপুটে সাফ রাখার চেষ্টা করছে। এভাবেই আরও অন্তত মাস তিনেক চলবে। ছ’মাস গেলে ছানারা মায়ের দুধ খাওয়া ছাড়তে পারে।
এখন তো কচি তারা, কথা ফোটে নাই….

spot_img

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...