সর্বভারতীয় সভাপতি নাড্ডার স্পষ্ট নির্দেশ: কলকাতা যান। ঝামেলা মেটান। এই নির্দেশের জেরেই কলকাতা এসেছিলেন কৈলাস বিজয়বর্গীয়। এবার আবার আসছেন তিনি এবং অরবিন্দ মেনন।

মুকুল রায়ের বাড়ি গিয়ে তাঁকে দিলীপ ঘোষের বাড়ির বৈঠকে সঙ্গে রেখেছিলেন কৈলাস। তাতে ঐক্যের দুএকটি দৃশ্য দেখা গেলেও মূল চিত্রনাট্য যা ছিল তাই আছে। মুকুল মূলত নিজেকে ঘরবন্দি রাখছেন। এদিকে নাড্ডা, মেননরা শোভন চট্টোপাধ্যায়কেও নামাতে চান। তাঁর সঙ্গে কথা বলতে যাবেন মেনন। এইভাবে কয়েকটি নাম ঠিক করেছেন তাঁরা। ভোটের আগে এদের একসঙ্গে কাজ করাতে চাইছে বিজেপি। দলের সিদ্ধান্ত, ভেতরে যাই থাকুক, এখন উপরে ঐক্য না দেখালে মানুষ বিরক্ত হবেন। তবে এসবে কাজ হচ্ছে না।