রিজার্ভ ব্যাঙ্কের দায়িত্ব শেষ, এবার দায় নিক কেন্দ্র

দেশ জুড়ে মূল্যবৃদ্ধি অব্যাহত। চলতি মাসে রিজার্ভ ব্যাঙ্ক ঋণনীতিতে সুদ কমায়নি। এক্ষেত্রে আরও অপেক্ষা করার বার্তা দেন গভর্নর শক্তিকান্ত দাস। এরপরই প্রশ্ন উঠছে, সুদ ছাঁটার মাধ্যমে খরচ কমিয়ে চাহিদা বাড়ানো বা শিল্পের লগ্নির পথ আরও চওড়া করার প্রক্রিয়া বন্ধ করল আরবিআই।

অর্থনীতিবিদদের মতে, এটাকে কার্যত দাঁড়ি টানাই বলে। কারণ সুদ কমানো শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে। এদিকে জোগান নেই। ফলে মূল্যবৃদ্ধি কমার সম্ভাবনা নেই। এবার অর্থনীতির হাল ফেরানোর দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। যদিও এই জল্পনা উড়িয়ে দিয়েছেন শক্তিকান্ত দাস।

শুক্রবার এক সাক্ষাৎকারে সুদ কমানোর কৌশল খোলা আছে বলেই ইঙ্গিত দিয়েছেন তিনি। ব্যাঙ্কগুলির হাতে বেশি টাকা দিতে রিভার্স রেপো রেট কিছুটা বাড়তে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন আরবিআই গভর্নর। ২০১৯ সাল ও চলতি বছরে ২৫০ বেসিস পয়েন্ট রেপো রেট কমিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অর্থনীতিবিদদের মতে, খুব বেশি হলে ২৫ বেসিস পয়েন্ট সুদ কমাতে পারে আরবিআই।

Previous articleঅতিমারির প্রকোপ কমবে কবে? সামান্য আশার কথা শোনালেন হু কর্তা আধানম
Next articleমোট করোনা পজিটিভ কেস প্রায় ৩০ লক্ষ, একদিনে ১০ লক্ষ টেস্টিং ভারতে