Sunday, August 24, 2025

রোনাল্ডো ও বান্ধবী জিওর্জিনার বাগদান নিয়ে ফের জল্পনা তুঙ্গে

Date:

Share post:

আপাতত ছুটির মেজাজে রয়েছেন তাঁরা। ব্যক্তিগত বিলাসবহুল প্রমোদতরীতে সময় কাটাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও বান্ধবী জিওর্জিনা রদরিগেস। আর সেই ছুটির ফাঁকেই ভক্তদের ফের চমকে দিলেন রোনাল্ডোর বান্ধবী। জুভেন্টাস তারকার সঙ্গে তিনি একটি ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। যেখানে দেখা যাচ্ছে, রোনাল্ডো তাঁর বান্ধবীর অনামিকাকে চেপে ধরে দাঁড়িয়ে রয়েছেন। জিওর্জিনা টুইট করেছেন, “ইয়েসস!” তার পাশে গোলাপের ইমোজি।
এই ছবি রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছে। ভক্তদের অনেকেই বলতে শুরু করেছেন, এবার অন্তত রোনাল্ডোর প্রকাশ্যে এসে তাঁদের সম্পর্কের বিষয়টি খুলে বলা উচিত। অনেকে আবার গোলাপের ইমোজি দেখে বলতে শুরু করেছেন, তাহলে কি এতদিন পরে তাঁরা বাগদান সেরেই ফেললেন। যদিও তা নিয়ে তারকা যুগল একটি শব্দও খরচ করেননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে রোনাল্ডো জানিয়েছিলেন, জীবনের কঠিন সময় জিওর্জিনা যেভাবে তাঁর পাশে দাঁড়িয়েছেন, তা ভাষায় প্রকাশ করার ক্ষমতা তাঁর নেই। রোনাল্ডোর মন্তব্য ছিল, “জিওর্জিনা আমার জীবন আসার পরে অনেক কিছুই বদলে গিয়েছে। বিশেষ করে, আমাদের পরিবারের সকলেই ওকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। আমার সন্তানের জন্ম দিয়েছে ও। জিওর্জিনার কাছে আমি চিরকালের ঋণী হয়ে রয়েছি।”
যদিও জুভেন্টাসের নতুন ম্যানেজার হয়ে আসার পরে আন্দ্রেয়া পিরলো জানিয়ে দিয়েছেন, নতুন মরসুমে তিনি রোনাল্ডোকে অন্য ভূমিকায় ব্যবহার করতে চান। তিনি বলেছেন, “রোনাল্ডো ছুটি কাটিয়ে ফিরে এলে ওর সঙ্গে নানা বিষয় নিয়ে কথা বলতে হবে। ওকে অনেক বড় ভূমিকা নিতে হবে আসন্ন মরসুমে। তার আগে দলটাকে সাজিয়ে ফেলতে হবে।”
দু’বছর আগে রাশিয়ায় বিশ্বকাপ ফুটবল চলাকালীনও রোনাল্ডো-জিওর্জিনার বাগদান নিয়ে উত্তাল হয়েছিল বিশ্ব। পর্তুগাল বনাম মরক্কো ম্যাচ দেখতে আসা জিওর্জিনার আঙুলে জ্বলজ্বল করছিল হিরের আংটি। জিওর্জিনার এই পোস্ট বাগ‌দানেরই ইঙ্গিত বলে মনে করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...