Thursday, November 13, 2025

‘Tathagata Roy for CM’, নতুন ফেসবুক পেজ ঘিরে প্রবল জল্পনা

Date:

Share post:

দিনকয়েক আগে বাংলার ভারপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় জানিয়েছিলেন, দলের সিদ্ধান্ত, একুশের ভোটে বাংলায় কাউকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী না করেই নির্বাচন লড়বে বিজেপি। কলকাতায় পা রেখে কৈলাসের এই বক্তব্যকে সমর্থন জানিয়েছিলেন তথাগত রায়ও।

তারপরেই বিজয়বর্গীয়র ঘোষণাকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে ফেসবুকে চালু করা হয়েছে নতুন একটি পেজ, নাম “Tathagata Roy for CM”৷ আর এই নিয়েই রাজ্য-রাজনীতিতে প্রবল জল্পনা শুরু হয়েছে৷

বঙ্গ- রাজনীতিতে ফেরার পর মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় বলেছেন, “মুখ্যমন্ত্রী কে হবেন, তা ঠিক করবে দলের নির্বাচিত বিধায়করা৷ বাংলায় বিজেপিকে ক্ষমতায় আনাই তার প্রধান লক্ষ্য”।

কিন্তু তারপরেও ‘তথাগত রায় ফর সিএম’ নামে এই ফেসবুক পেজ কেন, রাজ্য রাজনীতিতে তা নিয়ে চর্চা তুঙ্গে। বিজেপি শিবির মনে করছে, এই পেজ বানিয়েছে তথাগতবাবুর অনুগামীরা, তারাও বিজেপিরই কর্মী। এই অনুগামীরাই দমদম বিমানবন্দরে অভ্যর্থনা জানিয়েছিল তথাগতবাবুকে। গত সোমবার দলের হেস্টিংসের পার্টি অফিসে গিয়ে কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে দেখা করেন তথাগত রায়। দুজনের মধ্যে কথাও হয়। এরপর টুইট করে তথাগতবাবু দাবি করেছেন, “অর্থ-প্রতিপত্তি আমার আছে। বাংলার হিন্দুদের বাঁচাতে চান। সেজন্য ২০২১ সালে বাংলায় বিজেপিকে ক্ষমতায় আসতে হবে। সেজন্যই তিনি বিজেপিতে যোগ দিয়েছেন।”

এই পেজ নিয়ে অবশ্য তথাগতবাবু বলেছেন, “এসবে আমার উৎসাহ নেই৷ কারা এটা করেছে আমার জানা নেই”৷ একথা বললেও দলের একাংশ এই সাফাই মানতে নারাজ৷

spot_img

Related articles

আধার কার্ডকে শিখণ্ডী করে নাম বাদের ফন্দি! আইনি লড়াই – গণআন্দোলনের হুঁশিয়ারি তৃণমূলের 

বিস্ফোরক তথ্য। আধার-কার্ডকে শিখণ্ডী করে ভোটার তালিকা থেকে নাম বাদের ফন্দি চলছে। নেপথ্যে রয়েছে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র। যারা...

KIFF: সমাপ্তির বিষাদ ভুলে চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণে সিনে দশমীর বর্ণময় অনুষ্ঠানের জৌলুস 

শহরে এসেছিল দেশ বিদেশের ছবি। এক সপ্তাহ ধরে জমল সিনে আড্ডা। নানা ভাষার সিনেমা দেখে উচ্ছ্বসিত সাধারণ দর্শক...

লাদাখে চালু হল বিশ্বের সর্বোচ্চ বিমানঘাঁটি

১৩,৭০০ ফুট উচ্চতা নিয়ে বিশ্বের সেরা সামরিক বিমানঘাঁটি তৈরী হল এবার লাদাখে। লাদাখের চাংথাং নিওমা বিমানঘাঁটি বুধবার বায়ুসেনা...

আগামী বছর আরও বড় কিছু করব-Big Jump: “জনগণের উৎসব Kiff”-র সমাপ্তিতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর 

“আমরা আগামী বছর আরও বড় কিছু করব…Big Jump“-৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে আচমকা হাজির হয়ে...