প্রথম চিঠিতে ইউজিসি বলল পরীক্ষার প্রয়োজন নেই। পরে বলছে পরীক্ষা দিতে হবে। এতো গায়ের জোরে সিদ্ধান্ত! পড়ুয়াদের বিপদে ফেলছে কেন্দ্র। শুক্রবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের ভার্চুয়াল সভা থেকে কেন্দ্রকে এক হাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী বলেন, আইআইটি তো সবথেকে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান। তারা তো পরীক্ষা নিচ্ছে না। তাহলে কেন্দ্রের, ইউজিসির কেন পরীক্ষা নেওয়ার এতো তাড়াহুড়ো? ২৯ এপ্রিল প্রথম চিঠি দেয় ইউজিসি। জুলাইতে সেই সিদ্ধান্ত বদলে বলল পরীক্ষা নিতে হবে। কেন্দ্র হাত পা ধুয়ে বসে আছে। মুখ্যমন্ত্রী সাফ জানান, আপাতত আমাদের রাজ্যে স্কুলের কোনও পরীক্ষা নয়। পুজোর আগে পরীক্ষা করা যায় কিনা সেটা ভেবে দেখতে হবে। প্রয়োজনে অনলাইন-অফলাইন পরীক্ষার কথা ভাবা যেতে পারে। কারণ, ভিন রাজ্যের পরীক্ষার্থীরা এখানে এসে পরীক্ষা দেন। বাস চলছে না ঠিকঠাক, ট্রেন, মেট্রো চলছে না। এই অবস্থায় পরীক্ষা নেওয়া মানে পড়ুয়াদের ওপর অত্যাচার করা। ডিজাইন এবং নিয়ে আমরা ৬ রাজ্যের মুখ্যমন্ত্রী আদালতে গিয়েছি। কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়েও আমরা যথাযথ ব্যবস্থা নেব।
