কোলনে আলসার। যন্ত্রণা ও প্রদাহে কাবু জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে শেষ পর্যন্ত পদত্যাগের পথই বেছে নিলেন। শুক্রবার লিবারাল ডেমোক্র্যাটিক পার্টির বৈঠকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন তিনি। পরে সাংবাদিক বৈঠক করে পদত্যাগের কথা ঘোষণা করেন। নিজেই জানান, স্বাস্থ্যজনিত কারণেই তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন।

বেশ কয়েক বছর ধরে আলসারেটিভ কোলাইটিসে ভুগছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। এই রোগে আলসার বা ঘা পুরো কোলনকে ক্ষতিগ্রস্ত করে। কোলনের ভিতরে হওয়া পেটের ভিতর তীব্র প্রদাহজনিত যন্ত্রণা সমস্যা তৈরি করে। সম্প্রতি এক সপ্তাহের মধ্যে দুবার হাসপাতালে যেতে হয় শিনজো আবেকে। তার পরই তাঁর শারীরিক অবস্থা নিয়ে নানা জল্পনা শুরু হয়। যে কোনও মুহূর্তে তিনি পদত্যাগ করতে পারেন বলে দাবি করেছিল জাপানের একাধিক সংবাদমাধ্যম। শুক্রবার দুপুরে পদত্যাগের ঘোষণা করেন ৬৫ বছরের শিনজো আবে। তিনি বলেন, দেশবাসীর জন্য সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে আমার প্রধানমন্ত্রী থাকা চলে না। তাই মেয়াদ শেষ হওয়ার একবছর বাকি থাকলেও পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।করোনা মহামারির পরিস্থিতিতে নিজের কর্তব্য পালন করতে না পারায় দেশবাসীর কাছে ক্ষমাও চান তিনি।