কাশ্মীরে ভারত-পাক সীমান্তে সুড়ঙ্গের সন্ধান! ‘করাচি’ লেখা বস্তা উদ্ধার

জম্মুর সাম্বা অঞ্চলে ভারতের দিকে ৫০ মিটার এগিয়ে আসা একটি টানেল। টানেলের ভিতর আটটি বালির বস্তা তাতে লেখা ‘করাচি’। ওদেশ থেকে এদেশ আসার গোপন পথ। যে পথ দিয়ে ভারতে প্রবেশ করলে কেও টের পাবে না। বুধবার জম্মুতে ভারত -পাকিস্তান বর্ডারে এমনই সুড়ঙ্গের সন্ধান পেল বর্ডার সিকিওরিটি ফোর্স। গোটা এলাকায় অ আরও কী কী রয়েছে তা খুঁজে বের করতে জরুরী অভিযান চালাচ্ছে বিএসএফ।

কী ভাবে সন্ধান পাওয়া গেল এই সুড়ঙ্গের ?

বিএসএফ-এর টহলদারি চলাকালীন এই টানেল নজরে আসে জওয়ানদের। খবর পেয়ে বিএসএফ-এর ডিরেক্টর জেনারেল তাঁর বাহিনীকে নির্দেশ দেন কাঁটাতারের ব্যবস্থা খতিয়ে দেখার। এরপর বিএসএফ-এর বাহিনী ওই সুড়ঙ্গ পরিদর্শন করে। সেখানে পাকিস্তানের ছাপ দেওয়া আটটি বালির বস্তা উদ্ধার করে। তাতে করাচি লেখা ছিল বলে জানা গিয়েছে। সূত্রের খবর, সুড়ঙ্গটি অন্তত ২৫ ফুট গভীর।

বিএসএফ ও আইবি-এর বিশেষ বাহিনী গোটা এলাকা পরিদর্শন করে। তদন্তকারীদের অনুমান, অনুপ্রবেশ, অস্ত্র ও নেশাদ্রব্যের চোরাচালান-সহ অন্য নানা কারণেই এই সুড়ঙ্গ তৈরি হতে পারে।  বিএসএফ-এর আধিকারিকরা জনিয়েছেন, সুড়ঙ্গটির অনুপ্রবেশের মুখ পাক সীমান্ত থেকে মাত্র ৪০০ মিটার দূরে অবস্থিত।