আগামী ৭ সেপ্টেম্বর থেকে পর্যায়ক্রমে দেশের শহরগুলিতে মেট্রো রেল পরিষেবা শুরু হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে রেল ও নগরোন্নয়ন মন্ত্রকের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। করোনা মহামারি পরিস্থিতিতে আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আনলক-৪ পর্ব। শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই বিষয়ে নির্দেশিকা জারি করেছে। এবারের আনলক পর্বে আরও একাধিক ছাড় দেওয়া হচ্ছে। সাধারণভাবে কনটেনমেন্ট জোনের বাইরে লকডাউন থাকছে না। ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষামূলক, রাজনৈতিক, বিনোদন ও ক্রীড়া কর্মসূচি শুরু হবে ২১ সেপ্টেম্বর থেকে। তবে অংশগ্রহণকারীর সংখ্যা ১০০র বেশি করা যাবে না। তবে স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধই থাকবে।

আরও পড়ুন- আনলক ৪ এর গাইডলাইন প্রকাশ কেন্দ্রের, চলবে মেট্রো
