Thursday, November 13, 2025

কনটেনমেন্ট জোন ছাড়া অন্য এলাকায় লকডাউন নয়, রাজ্যগুলিকে কড়া নির্দেশ কেন্দ্রের

Date:

Share post:

কনটেইনমেন্ট জোন ছাড়া অন্য এলাকায় লকডাউন জারি করা যাবে না। সাফ জানিয়ে দিলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। শনিবার সন্ধেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে আনলক চারের গাইডলাইন প্রকাশ করা হয়েছে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসনের উদ্দেশে এই নির্দেশই দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে দেশের বিভিন্ন রাজ্যই স্থানীয় স্তরে সিদ্ধান্ত নিয়ে লকডাউন কার্যকর করেছে। কখনও কোনও রাজ্য নির্দিষ্ট দিনে গোটা রাজ্যে লকডাউন করেছে। কখনও আবার যেখানে সংক্রমণের হার বেশি রয়েছে এমন জায়গায় শুধু লকডাউন কার্যকর হয়েছে।

তবে এদিনের প্রকাশিত গাইডলাইনে পরিষ্কার বলা রয়েছে, কনটেইনমেন্ট জোনের বাইরে সারা রাজ্য, জেলা, মহকুমা, ছোট শহর এমনকী গ্রামেও লকডাউন কার্যকর করা যাবে না। আর যদি একান্তই লকডাউন করতে হয় তাহলে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে। আলোচনার সারতে হবে কেন্দ্রের সঙ্গে।

পশ্চিমবঙ্গতেও পুরসভা ভিত্তিক লকডাউনের ছবি দেখা গিয়েছিল। বারাসত, দক্ষিণ দমদমের মতো একাধিক পুরসভা এলাকায় কড়া লকডাউন হয়েছে। ফলে এদিনের নির্দেশিকা অনুযায়ী আর সেই ধরনের লকডাউন করা যাবে না। দেশে এই গাইডলাইন কার্যকর হবে ১ সেপ্টেম্বর থেকে।

এ রাজ্যের সরকার ইতিমধ্যেই সেপ্টেম্বরের ৭, ১১ ও ১২ তারিখ গোটা রাজ্যে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করে দিয়েছে। তবে প্রশ্ন হচ্ছে রাজ্যে ওই তিন দিনের লকডাউন কী হবে? রাজ্য সরকার তবে কি বাতিল করবে এই তিন দিনের লকডাউন?

তবে কেন্দ্রীয় সরকারের এই গাইডলাইন পাওয়ার পর এ রাজ্যের প্রতিক্রিয়া মেলেনি এখনও।

আরও পড়ুন- JEE-NEET পরীক্ষার্থীদের থাকা-খাওয়া-যাতায়াতের দায়িত্ব নিচ্ছে ওড়িশা সরকার

spot_img

Related articles

KIFF: এক সপ্তাহের ফিল্মোৎসবের আজ সমাপ্তি, সিনে দশমীতে চলচ্চিত্র প্রাঙ্গণে শিল্পী সম্বর্ধনা

সংস্কৃতির শহর কলকাতার আনাচে-কানাচে সিনেপ্রেমী উৎসাহীদের আজ মন খারাপ। গত ৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া এক সপ্তাহব্যাপী ৩১-তম...

হাসিনার শাস্তির তারিখ ঘোষণার আগেই ‘উত্তপ্ত’ ঢাকা! লকডাউন ঘোষণা আওয়ামী লিগের

দোষী ধরে নিয়েই মামলা। সেই মামলায় সর্বোচ্চ শাস্তি যেন অবধারিত। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাজা ঘোষণা করা হবে...

নভেম্বরের মাঝেই চাদর-মোড়া ঠাণ্ডা! পারদ আরও নামার ইঙ্গিত

নভেম্বরের শুরুতেই সোয়েটার চাদর বের করতে হচ্ছে আলমারি-ট্রাঙ্ক থেকে। দক্ষিণের জেলাগুলিতে সকালের তাপমাত্রা (temperature) ১৭তে নামছে যেমন, তেমন...

সাত মাস পরে আবার জঙ্গি হামলা, মৃত্যু! ক্ষোভে ফুঁসছে পহেলগামে মৃতের পরিবার

আবার একটি জঙ্গি হামলা। আবার কিছু নিরীহ মানুষের মৃত্যু। আবার একবার পাকিস্তানকে দেখে নেওয়া হুমকি বিজেপি নেতাদের। অথচ...