চিনকে উচিত শিক্ষা দিতে খেলনা শিল্পে জোর মোদির

চিনকে উচিত শিক্ষা দিতে এক ধাপ এগোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার মন কি বাত অনুষ্ঠানে তিনি বলেন, খেলনা উৎপাদনে শিল্পমহলকে আরও এগিয়ে আসতে হবে। শিশুদের কীভাবে নতুন খেলনা দেওয়া যাবে এই নিয়ে ভাবনা শুরু করেছে কেন্দ্র। এমএসএমই তে খেলনা উৎপাদন বাড়াতে হবে। তিনি জানান, গ্লোবাল টয় ইন্ডাস্ট্রিতে ভারতের অংশীদারিত্ব অনেক কম। এই অংশীদারিত্ব বাড়ানোর কাজে যোগ দিতে হবে ছোট এবং বড় উদ্যোগকে।

প্রসঙ্গত, ভারতীয় বাজারে একচ্ছত্র আধিপত্য চিনের খেলনার। প্রতিবছর প্রায় ১০ হাজার কোটি টাকার চিনের খেলনা বিক্রি হয় ভারতের বাজারে। কিন্তু প্রতিবেশী দেশের সঙ্গে তলানিতে গিয়ে ঠেকেছে সম্পর্ক। বেজিংকে আরও কোণঠাসা করতে তাই খেলনা শিল্পে লোকালকে, ভোকাল করার বার্তা দিলেন প্রধানমন্ত্রী। মোদি জানান, খেলনার ক্লাস্টার আছে তামিলনাড়ু, অন্ধপ্রদেশ, অসমে। তাঁর কথায়, রবীন্দ্রনাথ ঠাকুর বলতেন, খেলনা এমন হওয়া উচিত যাতে আনন্দের পাশাপাশি শিশুর মনও বিকাশ হয়। স্মার্টফোনের যত গেম হয়, তার বিদেশি গেম বেশি। দেশের যুবদের বলছি ভারতের বিভিন্ন বিষয় নিয়ে গেম বানান।” খেলনার মাধ্যমে দেশের গৌরবান্বিত অতীত প্রতিষ্ঠা করার বার্তা দেন প্রধানমন্ত্রী।