Tuesday, November 18, 2025

কীভাবে হবে চূড়ান্ত বর্ষের পরীক্ষা? সোমবার উপাচার্যদের সঙ্গে বৈঠক শিক্ষামন্ত্রীর

Date:

Share post:

কলেজ, বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের পরীক্ষা কীভাবে নেওয়া হবে? এই বিষয়ে সিদ্ধান্ত নিতে শিক্ষামন্ত্রীকে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই অনুযায়ী, সোমবার দুপুর ১ টা নাগাদ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় উপাচার্যদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করবেন।

শুক্রবার সুপ্রিম কোর্ট পরীক্ষা না নেওয়ার আবেদন খারিজ করে দিয়েছে। পরীক্ষা নিয়েই ছাত্র-ছাত্রীদের মূল্যায়ন করতে হবে তা স্পষ্ট জানিয়েছে দেশের শীর্ষ আদালত। ৩০ সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা নিতে না পারলে সময়সীমা বাড়ানো যাবে। সংশ্লিষ্ট রাজ্যকে সেক্ষেত্রে ইউজিসির সঙ্গে আলোচনা করতে হবে। এই রায়ের পরে তিন দিনের মধ্যে উপাচার্যের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, স্নাতক ও স্নাতকোত্তর স্তরের পরীক্ষা কীভাবে নেওয়া তা নিয়ে জুলাই মাসের প্রথম সপ্তাহে অ্যাডভাইজারি দেয় রাজ্য। ২৯ এপ্রিল ইউজিসির নির্দেশিকা মেনে সেই অ্যাডভাইজারি তৈরি করা হয়েছিল। এরপরই গত ৬ জুলাই স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের চূড়ান্ত বর্ষের পরীক্ষা বা ফাইনাল সেমিস্টার বাধ্যতামূলক বলে নির্দেশিকা জারি করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। রাজ্যের অ্যাডভাইজারি মেনে ইতিমধ্যেই ফল প্রকাশ করেছে একাধিক বিশ্ববিদ্যালয়। সুপ্রিম কোর্ট ইউজিসির ৬ জুলাইয়ের নির্দেশিকাকে মান্যতা দেওয়ায় পরীক্ষা নিয়ে তৎপর হয়েছে রাজ্য।

spot_img

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...