Sunday, January 11, 2026

গেরুয়া নেতা-কর্মীদের দলে টেনে বাঁকুড়ায় বিজেপিকে কার্যত সাফ করার পথে তৃণমূল

Date:

Share post:

একুশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ক্রমশ নিজেদের ঘর গুছিয়ে শক্তি বাড়াচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস। পাহাড় থেকে জঙ্গল, সাগর থেকে শহর, মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে সাড়া দিয়ে বিজেপি ও বিরোধী শিবির ছেড়ে ঘাসফুল যোগদান অব্যাহত। তারই অঙ্গ হিসেবে এবার বাঁকুড়া জেলায় পদ্ম শিবিরে ফের বড়সড় ভাঙন। আজ, বুধবার ছেড়ে বেশ কয়েকজন নেতা-সহ শতাধিক কর্মী ঘাসফুল শিবিরে যোগ দিলেন।

এদিন বিজেপি ছেড়ে আসা সমস্ত নেতা-কর্মীদের উত্তরীয় দিয়ে বরণ করে হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের বাঁকুড়া জেলা সভাপতি তথা রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা।

জেলা তৃণমূলের দাবি, এদিন বিজেপির বিষ্ণুপুর নগর মণ্ডল এস.সি মোর্চার সভাপতি বাবলু মার্ডিজ, ওই দলের প্রাক্তন কোতুলপুর ব্লক সম্পাদক মহিমা রঞ্জন বন্দোপাধ্যায়, বি.জে.এম.টি.ইউ-র জেলা সভাপতি, ইন্দপুরের মদন দাস মহন্ত, জেলা শিব সেনা যুব সভাপতি শান্তিময় মালগোপ, এস.সি, এস.টি সংগঠনের সাধারণ সম্পাদক, তালডাংরার বিশ্বনাথ মাণ্ডি, নির্দল পঞ্চায়েত সদস্য, ওন্দার বাবর আলি খান, প্রাক্তন ব্লক যুব সভাপতি, সারেঙ্গার আশিস গিরি, বাউরী সমাজ সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বনাথ বাউরী, বি.জে.এম.টি.ইউ-র বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি, কোতুলপুরের অভিজিৎ সাঁতরা সহ বেশ কয়েকজন বিজেপির জেলার শীর্ষ নেতৃত্ব এদিন গেরুয়া শিবির ত্যাগ করে তৃণমূলে যোগ দেন।

এদিন বিজেপি ছেড়ে আসা নেতা-কর্মীরা সকলেই একসুরে সাংসদ সুভাষ সরকারকে একহাত নেন। তাঁদের অভিযোগ, গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার জেলা বিজেপি। বাঁকুড়া জেলা বিজেপি সাংসদের “পৈতৃক সম্পত্তি” হয়ে গিয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা। এমনকি, সাংসদ নির্বাচিত হওয়ার পর মানুষ একদিনও সুভাষ সরকারকে পাশে পায়নি বলেও দাবি তাঁদের। তাই বাঁকুড়ার মতো বিজেপির শক্ত ঘাঁটিতে ভাঙন ধরানোর পর জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের হিড়িক।

আরও পড়ুন- দেশের ১৮ -৪৪ বয়সীদের মধ্যেই সংক্রমণ বেশি, তথ্য স্বাস্থ্যমন্ত্রকের

spot_img

Related articles

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...

পদ্ধতির ভুল তুলে ধরে অব্যহতি চেয়েছিলেন AERO, উল্টে শাস্তি দেওয়ার হুমকি কমিশনের!

গোটা রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলাকালীন প্রায় প্রতিদিন মৃত্যু হচ্ছে বিএলওদের। অথবা অসুস্থ হয়ে তাঁরা হাসপাতালে ভর্তি হচ্ছেন। তাঁদের...

‘হামলার’ প্রতিবাদে পথে শুভেন্দু: ‘জয় বাংলা’ স্লোগানে চিত্ত চাঞ্চল্য, কটাক্ষ তৃণমূলের

চন্দ্রকোনায় শনিবার রাতে এক নাটকীয় চিত্রনাট্য রচনা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই ইস্যুকে হাতিয়ার করে কলকাতা শহরে...

ফলতায় সেবাশ্রয়-২ শিবির পরিদর্শনে অভিষেক

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উদ্যোগে ডায়মন্ড হারবারের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে একমাসেরও বেশি সময় ধরে সেবাশ্রয়-২ স্বাস্থ্যশিবিরে উন্নত...