Sunday, January 11, 2026

প্রতিদ্বন্দ্বী-নিকেশ অভিযানে নেমেছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, উত্তাল বিশ্ব

Date:

Share post:

ঘরে-বাইরে-সীমান্তে, সব প্যান্ডোরার ঝাঁপি যেন একসঙ্গেই খুলে দিচ্ছে চিন৷

আমেরিকার সঙ্গে স্নায়ুযুদ্ধ, ভারতের সঙ্গে সীমান্ত- বিরোধকে জিইয়ে রেখেই এবার দেশ থেকে দুর্নীতি দূর করার মোড়কে নিজের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের নিকেশ করার অভিযানে নেমে পড়েছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং৷ এই অভিযোগে উত্তাল গোটা চিন, বিশ্বস্তরেও এই অভিযোগ ধীরে ধীরে জাঁকিয়ে বসছে৷

আন্তর্জাতিক-সম্পর্ক বিশেষজ্ঞরা হামেশাই বলে থাকেন, বিংশ শতাব্দী যদি যুক্তরাষ্ট্রের হয়ে থাকে, তাহলে নিশ্চিতভাবেই একবিংশ শতাব্দী হবে চিনের। দু-তিন দশক আগে যে চিনকে মনে হয়নি তারা কখনো ‘সুপার পাওয়ার’ হতে পারে, সেই চিন’ই এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমানে পাল্লা দিচ্ছে। বাণিজ্যযুদ্ধেও যুক্তরাষ্ট্রকে টেক্কা দিচ্ছে চিন। এই মুহুর্তের চিন যার হাত ধরে আন্তর্জাতিক আঙ্গিনায় কেউকেটা হওয়ার স্বপ্ন দেখছে, তিনি চিনের বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং।

সেই শি জিনপিং-এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, প্রতিদ্বন্দ্বীদের নির্মূল করতে তিনি রাজনৈতিক crackdown-এর আদেশ দিয়েছেন৷ চিনে এমন ঘটনা অতীতেও বারবার ঘটেছে৷ এবার ঘটনাচক্রে প্রকাশ্যে এসেছে বলেই আজ এতো শোরগোল উঠেছে৷ শি জিনপিং-এর এই ‘হিটলিস্টে’ দু’ডজনেরও বেশি ডাকসাইটে পুলিশকর্তা যেমন আছেন, তেমনই আছেন বিচারব্যবস্থার সঙ্গে যুক্ত শীর্ষ কর্তারা৷ শুধু আগস্ট মাসেই দুর্নীতির অভিযোগ এনে আরও প্রায় ডজনখানেক শীর্ষ পুলিশকর্তাকে এক ঝটকায় সরিয়ে দেওয়া হয়েছে তাঁদের পদ থেকে। তবে শি জিনপিং-এর সবথেকে বিপজ্জনক পদক্ষেপ, দুর্নীতি- নির্মূলকরণের ওই রাজনৈতিক অভিযানে টার্গেট করা হয়েছে লক্ষ লক্ষ দলীয় কমরেড- ক্যাডারদেরই৷

শি জিনপিং-এর এক ঘনিষ্ঠ সহযোগী The Wall Street Journal-কে দিনদুয়েক আগে বলেছেন, “সময় এসেছে ছুরির ধারালো অংশকে কাজে লাগিয়ে সমাজ থেকে বিষ কেটে বার করার”৷ বলেছেন, “চিনের দুর্নীতিগ্রস্ত বিচারব্যবস্থাকে শুদ্ধ করতে হবে এবং কাজ না করে শুধুই কথা বলে যাচ্ছে, এমন লোকজনকে দূরে সরিয়ে চিনের কমিউনিস্ট পার্টিকে পরিষ্কার করতে হবে”। ওই প্রতিবেদনে বলা হয়েছে, গুরুত্ব দিয়েই দুর্নীতি বিরোধী এই অভিযানে নেমেছেন শি জিনপিং”৷
WSJ-এর রিপোর্ট বলছে, চিনের দুর্নীতি বিরোধী এই অভিযানে চিহ্নিত করা হয়েছে লক্ষ লক্ষ দলীয় ক্যাডার ও কমরেডদেরও৷
দলের যে সব নেতা-কর্মী মাও জে দং-এর লাইন মেনে চলবেন, তারাই দলে দলে থাকার উপযুক্ত বলে বিবেচিত হবেন৷ চিনের কমিউনিস্ট পার্টির সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে, দল এবং মাও-এর অফিসিয়াল লাইন থেকে বিচ্যুত না হওয়ার জন্য৷ এর বিরোধিতা করলে দল থেকে বহিষ্কার, নির্যাতন, এমনকি মৃত্যুর মুখোমুখিও দাঁড়াতে হতে পারে।

শি-এর শাসনকালে এই ধরনের রাজনৈতিক দমন অভিযান নতুন নয়৷ ২০১২ সালে চিনের কমিউনিস্ট পার্টি সাধারণ সম্পাদক হওয়ার পর এই শি জিনপিং-ই তাঁর প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের নির্মূল করেছেন।
ফোর্বসের তথ্য বলছে, শি জিনপিং এই মুহুর্তে বিশ্বের সব থেকে ক্ষমতাধর ব্যক্তি। ক্ষমতা গ্রহণের মাত্র ৬ বছরের মধ্যেই তিনি এই স্থানে চলে এসেছেন। জিনপিং ইতিমধ্যেই পিছনে ফেলেছেন ডোনাল্ড ট্রাম্প এবং
ভ্লাদিমির পুতিন’কে। এই শি জিনপিং, মাও সে তুং এর পর দ্বিতীয় নেতা, যার আদর্শ ও চিন্তাধারা জীবিত অবস্থায়ই চিনের সংবিধানে লেখা হয়েছে। ২০১৮ সালে চিনের সংসদে প্রেসিডেন্টদের টানা ১০ বছর ক্ষমতায় থাকতে পারার আইন খারিজ করা হয়।

এর অর্থ, শি জিনপিং যতদিন চাইবেন ততদিন, এমনকী আজীবনও চিনের প্রেসিডেন্ট থাকতে পারবেন।

আরও পড়ুন : লাদাখের পর অরুণাচলপ্রদেশে নজর চিনের, সংঘাতের উস্কানি দিতে ছক

spot_img

Related articles

রাজ্যের আইনশৃঙ্খলায় কড়া নজর কমিশনের! প্রথম রিপোর্টেই শুভেন্দু-চম্পাহাটি প্রসঙ্গ

রাজ্যের আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি ঠিক কেমন, তা নিয়ে প্রতি সপ্তাহে এবার সরাসরি রিপোর্ট নেবে নির্বাচন কমিশন। বছরের শুরুতেই...

নতুন বছরে পর্যটকদের বড় উপহার, ফের চালু দার্জিলিং হিমালয়ান রেলওয়ের জঙ্গল সাফারি

নতুন বছরের শুরুতে পাহাড়প্রেমী পর্যটকদের জন্য খুশির খবর শোনাল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফের...

মোদির গুজরাটে চোরাশিকার! উদ্ধার ৩৭টি বাঘ ছাল, ১৩৩টি নখ-দাঁত

আন্তর্জাতিক বন্যপ্রাণী দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) দেশের বিভিন্ন জঙ্গলে সাফারিতে যান। বিদেশ থেকে আনা নতুন বিভিন্ন...

অব্যহতি দেয়নি কমিশন: আত্মহত্যায় ‘বাধ্য’ হলেন মুর্শিদাবাদের BLO

অতিরিক্ত কাজের চাপে তাঁর শরীর খারাপ হত। তারপরেও অব্যহতি মেলেনি নির্বাচন কমিশনের এসআইআর-এর কাজ থেকে। ক্রমশ বেড়েছে কাজের...