Thursday, December 18, 2025

কৌশলী চালে বৈশাখীকে ছাঁটলেন দিলীপ! জায়গা নেই চন্দ্র বসুরও

Date:

Share post:

একুশের হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের আগে দলীয় “নির্বাচন” নিয়ে অভ্যন্তরীণ রাজনীতিতে ব্যস্ত রাজ্য বিজেপি। রাজ্য কমিটির তালিকা অন্তত সেই ইঙ্গিত করছে। বঙ্গ বিজেপির দুই প্রভাবশালী গোষ্ঠী দলের অন্দরে ক্ষমতা কায়েম করতে নিজেদের ঘনিষ্ঠ লোকেদের রাজ্য কমিটিতে জায়গা করে দেওয়ার জন্য দীর্ঘ লড়াই চালিয়েছে। অবশেষে আজ, মঙ্গলবার দুই পক্ষকে শান্ত রাখতো মোটামুটি একটা ভারসাম্য রেখে রাজ্য কমিটি ঘোষণা করা হয়েছে। কিন্তু তাতেও স্বস্তি কোথায়? হচ্ছে চোখ চাওয়া-চাওই!

রাজ্য বিজেপির ১০৫ জনের রাজ্য কমিটি ঘোষণা করেছেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।‌ আর সেখানে প্রত্যাশা মতই শেষের দিকে জায়গা পেলেন হেভিওয়েট শোভন চট্টোপাধ্যায়। কিন্তু দিলীপ নিজের অবস্থানে অনড় থেকে তালিকায় কোনোভাবেই জায়গা দেননি শোভন-বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়যে। যা নিয়ে দলের অন্দরেই আলোড়ন তৈরি হয়েছে। রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এক্ষেত্রে বিরাট কৌশলী চাল দিলেন। তালিকার শেষের দিকে হলেও শোভনকে রাজ্য কমিটিতে ঢুকিয়ে যেমন বাজিমাত করলেন তিনি, ঠিক একইভাবে কৌশলী চালে তাঁর অপছন্দের শোভন-বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে ছেঁটে ফেললেন। একইসঙ্গে জায়গা হয়নি দলে অন্যতম ”বিদ্রোহী” মুখ বলে পরিচিত নেতাজি পরিবারের চন্দ্র বসুরও।

উল্লেখযোগ্যভাবে, নতুন রাজ্য কমিটিতে জায়গা পেয়েছেন বহু নতুন মুখ। এমনকী মহিলাদের সংখ্যাও যথেষ্ট বেশি। নতুন মুখেদের মধ্যে আছেন জোতির্ময়ী শিকদার, অর্চনা মজুমদার, দেবযানী সেনগুপ্ত, বিশিষ্ট ক্যানসার বিশেষজ্ঞ মধুছন্দা কর। রাজ্য কমিটিতে জায়গা পেয়েছেন শঙ্কুদেব পণ্ডাও। তবে শোভন চট্টোপাধ্যায় জায়গা পেলেও যেহেতু বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের জায়গা হয়নি, তাই শোভনবাবু কতটা সক্রিয় হবেন, তা নিয়ে এখনও সংশয় কাটল না। এখন শোভনই ঠিক করুন তিনি বৈশাখীকে ছাড়া এই পদ গ্রহণ করবেন, নাকি আবার নিষ্ক্রিয় হয়ে যাবেন রাজনীতি থেকে!

আরও পড়ুন – ছ’মাস পর শর্তসাপেক্ষে খুলছে স্কুল, নির্দেশিকা জারি কেন্দ্রের

spot_img

Related articles

নিউটাউনের ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

উত্তর ২৪ পরগনার নিউটাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সন্ধ্যার পর...

বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ: বিনিয়োগের বার্তা নিয়ে শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী

রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’। ধনধান্য প্রেক্ষাগৃহে...

২২ জানুয়ারি থেকে শুরু ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ভার্চুয়ালেও মিলবে মেলার স্বাদ

আর দেড় মাসের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের জন্য এ...

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...