Saturday, January 31, 2026

৫০ হাজার মুক্তিপণ, তাও কুমিরের!

Date:

Share post:

উচ্চবিত্ত লোকেদের মুক্তিপণের জন্য অপহরণ করা হয়। কিন্তু কুমিরের জন্য মুক্তিপণ দাবি করা হয় শুনেছেন কখনও!

দুশো, পাঁচশো নয়, কুমিরের জন্য ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করলেন উত্তরপ্রদেশের মাদানিয়া গ্রামের বাসিন্দারা। কুমিরকে দড়ি দিয়ে বেঁধে রেখে, পুলিশকে সাফ জানালেন টাকা না পেলে কুমির ছাড়া যাবে না। এত বড় কুমির। যদি গ্রামের কেউ তার পেটে যেত, তবে কী হত! গ্রামবাসীদের এহেন দাবি শুনে চোখ কপালে ওঠে পুলিশের। তারা হাজার বোঝানোর চেষ্টা করলেও, শুনতে রাজি হননি গ্রামের লোক।

আরও খবর : দলে গুরুত্ব বাড়লো অধীর চৌধুরির

প্রবল বৃষ্টিতে ভাসছে উত্তরপ্রদেশের বহু এলাকা। টানা বৃষ্টিতে বানভাসি মাদানিয়া। গ্রামের নদী পুকুর খাল বিল সবই এখন একাকার। গ্রামের কাছেই রয়েছে দুধওয়া ন্যাশনাল পার্ক। আশপাশেই রয়েছে দুধওয়া, কিষাণপুর ও কাটারনিয়া নামে তিনটি জাতীয় উদ্যান ও বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র। বনাধিকারিকদের অনুমান, দুধওয়া ন্যাশনাল পার্ক বা আশপাশের কোনও জাতীয় উদ্যান থেকে জলের তোড়ে ভেসে এসেছে কুমিরটি।

গ্রামে বিশাল কুমির দেখতে পেয়ে স্থানীয় লোকজন সেটিকে বাগে আনেন। দড়ি বেঁধে রেখে দেন একটি বাড়ির দাওয়ায়। সেটি লম্বায় প্রায় আট ফুট লম্বা। বিশাল চেহারা। এদিকে, গ্রামে কুমির ধরা পড়েছে জানতে পেরে ছুটে আসে পুলিশ। তারা কুমিরটিকে উদ্ধার করে বনদফতরের হাতে তুলে দেওয়ার প্রস্তুতি নিতেই বেঁকে বসেন গ্রামবাসী। তাঁদের সাফ কথা, জীবনের ঝুঁকি নিয়ে কুমির ধরেছেন। একটু অসাবধান হলেই কুমিরের পেটে কাউকে যেতে হতো। তাই এখন কুমির বিনা পয়সায় তারা কিছুতেই দেবেন না। কুমিরের মুক্তিপণ দাবি দাবি করা হয় ৫০ হাজার টাকা।

কুমিরে মুক্তিপণের কথা শুনে ভিরমি খাওয়ার জোগাড় হয় পুলিশের। তারা বারবার গ্রামবাসীকে বোঝানোর চেষ্টা করেন এভাবে কুমির রাখা বিপজ্জনক। তাছাড়া বেআইনিও বটে। কিন্তু নাছোড় গ্রামবাসী। শেষে পুলিশ কোনও উপায় না দেখে খবর পাঠায় বনদফতরে।

বন আধিকারিকরা মাঠে নামেন। প্রথমে গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা হয়। না শোনায় ভয় দেখানো হয় আইনের। কুমির না ছাড়লে জেলে ঢুকিয়ে দেওয়া হবে সাফ জানিয়ে দেওয়া হয়। শেষে আইনের ভয়ে পিছু হটেন গ্রামবাসী। মুক্তিপণ ছাড়াই মুক্তি পায় কুমিরটি।

গ্রামবাসীদের কাছে নাকানি চোবানি খেয়ে শেষপর্যন্ত কুমির উদ্ধার হয়। স্বাস্থ্য পরীক্ষা করে নিরাপদ জায়গায় ছেড়ে দেওয়া হয় তাকে।

 

spot_img

Related articles

নন্দনে শুরু চতুর্থ আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব, আকর্ষণে মেসি–মারাদোনা

কলকাতার নন্দনে (Nandan) আগামী ৪ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে চতুর্থ আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব...

বাংলাকে ১০ লক্ষ কোটি দেওয়ার দাবি শাহর! শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জ অভিষেকের

ভোট এলেই বাংলার পরিযায়ী বিজেপির রাজনীতিকরা বাংলার বিভিন্ন প্রান্তে এসে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। স্বরাষ্ট্র মন্ত্রী...

বিশ্বকাপের দল ঘোষণা অস্ট্রেলিয়ার: চোট পেয়ে আউট কামিন্স, ব্রাত্য স্মিথও!

অ্যাশেজের সেই পুরনো পিঠের চোটই শেষ পর্যন্ত কাল হলো। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ (T-20 World cup) থেকে ছিটকে গেলেন...

মাধ্যমিক পরীক্ষা বানচালের চেষ্টা! SIR-এ স্কুল শিক্ষকদের চাপে তোপ ব্রাত্যর

রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় এখনও পর্যন্ত যে ১৪০ জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে বিএলও মৃত্যুর সংখ্য়াটাও কম নয়। কারো...