বিধি মেনে ৬ মাস পরে শুরু লোকসভার অধিবেশন

করোনা আবহে বিধি মেনে ৬ মাস পরে শুরু লোকসভার অধিবেশন। আগেই ঠিক হয়েছিল প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্মরণে অধিবেশন মুলতবি করা হবে না। সেইমতো সোমবার অধিবেশনের শুরুতেই প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ উপস্থিত সব সাংসদরা।
অতিমারির কারণে এবার বাদল অধিবেশনে কোপ সর্বদলীয় বৈঠকেও। প্রতিবার সংসদ শুরুর ঠিক আগে সর্বদলীয় বৈঠক হয়। কিন্তু করোনা সংক্রমণের জেরে ওম বিড়লা তা বাতিল করায় ক্ষুব্ধ বিরোধীরা।
প্রায় ছ’মাস পরে ১৮ দিনের এই বাদল অধিবেশনে কৃষি-বিপণন সংক্রান্ত তিনটি বিল যেগুলি নিয়ে ইতিমধ্যেই অর্ডিন্যান্স জারি হয়েছে সেগুলি সহ একাধিক গুরুত্বপূর্ণ বিল পাশের লক্ষ্য নিয়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু এই অধিবেশনে কোনও প্রশ্নোত্তর পর্ব থাকছে না। জিরো আওয়ারের সময়ও কমিয়ে দেওয়া হয়েছে।
লোকসভার বিষয় পরামর্শদাতা কমিটির বৈঠকে প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে এক দিন ছুটি ঘোষণার দাবি করে কংগ্রেস ও তৃণমূল। কিন্তু সরকারের যুক্তি সময় কম থাকায় এক দিন সাংসদ বন্ধ রাখা সম্ভব হচ্ছে না। তবে প্রণববাবু ও অন্য যে সাংসদরা গত ছ’মাসের মধ্যে মারা গিয়েছেন, তাঁদের স্মৃতিতে এক ঘণ্টার জন্য সংসদ বন্ধ থাকছে।