Thursday, January 15, 2026

উন্নয়নমূলক কাজ বন্ধের নিদান দিয়ে ফের বিতর্কে অনুব্রত

Date:

Share post:

ফের বেলাগাম তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। যে এলাকাতে থেকে ভোট পাওয়া যায়নি সে এলাকায় উন্নয়নমূলক কাজ বন্ধের নিদান। মঙ্গলবার, দুবরাজপুর শহরের রবীন্দ্রসদনে বুথ কর্মী সম্মেলনে বিতর্কিত মন্তব্য করলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি। তাঁর এই বক্তব্যকে কড়া ভাষায় নিন্দা করেছে বিজেপি।

বিধানসভা নির্বাচন আর কয়েক মাস মাত্র বাকি। তার আগে ঘর গোছাতে শুরু করেছে শাসকদল। গত লোকসভা নির্বাচনে জেলার বেশ কয়েকটি বিধানসভা এলাকায় বিজেপি লিড পেয়েছিল। সেই সমস্ত এলাকার সাংগঠনিক ফাঁকফোকর মেরামত করতে অঞ্চলওয়াড়ি বুথ কর্মী সম্মেলন চলছে। এদিন দুবরাজপুর বিধানসভার খয়রাশোল ব্লকের নাগরাকোন্দা বুথের বিগত লোকসভা নির্বাচনের বিজেপি ও তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট নিয়ে 56 নম্বর বুথ সভাপতি চন্দ্রশেখর বাগদির সঙ্গে কথোপকথনের সময় তিনি নির্দেশ দেন ওই এলাকায় আপাতত কোনো উন্নয়নমূলক কাজ করা যাবে না। যারা পথ পেয়েছে তারা উন্নয়ন করুক।
এরপরই বীরভূমের জেলা সভাপতি প্রশ্ন তোলেন, যিনি কাজ করেছেন তাঁর উপকার কী করে ভুলে যায় সাধারণ মানুষ? এর আগে কর্মিসভায় অনেক নেতা অভিযোগ করেছিলেন, রাস্তা হয়নি, পানীয়জলের পরিস্থিতি খারাপ সেই কারণে ভোট পাওয়া যায়ন। সেই প্রসঙ্গ তুলে অনুব্রত বলেন, “এরপরেও বলবেন কাজ করতে। তারপরেও বলবেন রাস্তা হয়নি। তারপরেও বলবেন পানীয় জলের কল নাই”। রাজনীতির রং না দেখেই শাসকদল সবার জন্য পানীয় জলের ব্যবস্থা করেন বলে দাবি করেন অনুব্রত মণ্ডল।
বীরভূম জেলা বিজেপি সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন, “কেন্দ্রীয় বা রাজ্য সরকার যে উন্নয়নের জন্য টাকা বরাদ্দ করে সেটা সাধারণ মানুষের। সেটা কারোর ব্যক্তিগত নয়। যে এলাকায় ভোট পায়নি সে এলাকায় কোনো উন্নয়নমূলক কাজ হবে না। এ ধরনের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি”।

আরও পড়ুন- বাংলায় করোনায় মৃত্যু ছাড়াল ৪ হাজার

spot_img

Related articles

সীমান্তরক্ষী‌ বাহিনীর শীর্ষপদে বাংলার IPS

কেন্দ্রীয় সরকারি নির্দেশিকা অনুযায়ী, দুই আধাসামরিক বাহিনী ও NIA-র শীর্ষপদে রদবদল হল। প্রবীণ কুমার ইন্দো-তিব্বত বর্ডার (ITB) পুলিশের...

কেরলের SAI হস্টেলে দুই নাবালিকা খেলোয়াড়ের রহস্যমৃত্যু

কেরলে কেন্দ্র সরকার অধীনস্থ স্পোর্টস অথোরিটি অফ ইন্ডিয়ার হস্টেলে দুই নাবালিকা খেলোয়াড়ের রহস্য মৃত্যু। বৃহস্পতিবার সকালে হস্টেলের ঘর...

মাঝরাতে সিলিন্ডার বিস্ফোরণে মৃত তিন শিশু-সহ ৬

তেলেঙ্গানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে (Cylinder blast) তিন শিশু-সহ ৬ জনের মৃত্যর ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে সিরমাউর জেলার ঘানদুরি...

পুরো নিয়ম মেনে হচ্ছে না আইএসএল, শর্ত দিয়েই স্লট দিল এএফসি

নতুন বছরের শুরুতেই ঘটা করে আইএসএল(ISL) শুরুর দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে এআইএফএফ(AIFF)। কিন্তু এখনও লিগের সূচি এখনও প্রকাশ...