মস্কোর বৈঠকের আগে লাদাখ সীমান্তে ১০০ থেকে ২০০ রাউন্ড গুলি বিনিময়!

সীমান্তের উত্তাপ কমাতে মস্কোয় ভারত-চিন বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকের আগে দুদেশের সেনার মধ্যে প্রায় ১০০ থেকে ২০০ রাউন্ড গুলি চলেছিল। সেপ্টেম্বরের ৭ ও ৮ তারিখ এই ঘটনায় পরিস্থিতি ভয়ঙ্কর উত্তপ্ত হয়ে উঠেছিল। চিনা সেনার আগ্রাসন রুখতে সমান তৎপর ছিল ভারতীয় সেনাও। উচ্চপর্যায়ের এক সরকারি সূত্রকে উল্লেখ করে এই খবর জানিয়েছে সর্বভারতীয় সংবাদমাধ্যম। বলা হয়েছে, প্যাংগং লেকের উত্তর ও দক্ষিণ দুই তীরেই সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। ফিঙ্গার ৩ ও ফিঙ্গার ৪ এর এলাকা দখল নিয়ে ভারত ও চিন সেনা গুলি বিনিময় করে। জানা গিয়েছে, সেপ্টেম্বর মাসের শুরুতেই দু’দেশের সেনার মধ্যে ১০০ থেকে ২০০ রাউন্ড গুলি চলেছিল। পরস্পরকে সতর্ক করার জন্যই এই গুলি চালানো হয়েছিল বলে খবর।

সূত্রের খবর, ভারতীয় সেনা যখন প্যাংগং লেকের উত্তরে একটি পোস্ট নিজেদের দখলে নিতে যায় তখনই এই গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এই মুহূর্তে ফিঙ্গার পয়েন্ট ৩ ও ৪ রয়েছে ভারতীয় সেনাদের দখলে। ১০ সেপ্টেম্বর মস্কোয় ভারতের বিদেশমন্ত্রী ড. এস জয়শঙ্কর ও চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র মধ্যে বৈঠকের দুদিন আগেই লাদাখ সীমান্তে এই চরম উত্তেজনার ঘটনা ঘটেছিল বলে জানা গিয়েছে।

আরও পড়ুন-চিন ও সীমান্ত ইস্যুতে সংসদে কী বললেন রাজনাথ?

Previous articleকোচবিহারে লোকসভার হারের বিশ্লেষণে এ কী বললেন পার্থপ্রতিম!
Next articleশান্তি ফেরাতে বৈঠক, তালিবানের সঙ্গে আলোচনায় উপস্থিত মহিলা প্রতিনিধিরাও