Sunday, August 24, 2025

বাড়ি ঢুকে প্রৌঢ় দম্পতিকে গুলি করে খুন, নেপথ্যে প্রতিহিংসা?

Date:

Share post:

বাড়িতে ঢুকে প্রৌঢ় দম্পতিকে গুলি করে খুন। চাঞ্চল্য হাবড়ায়। মৃত প্রাক্তন সেনাকর্মী রামকৃষ্ণ মণ্ডল এবং তাঁর স্ত্রী লীলারানি মণ্ডল। অভিযোগ, মঙ্গলবার রাতে ছাদের দরজা ভেঙে ওই বাড়িতে ঢোকে প্রতিবেশী তন্ময় বর। চোর সন্দেহে বাইরে বেরিয়ে আসার পর, লীলারানির মাথা লক্ষ্য করে গুলি চালায় অভিযুক্ত। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই প্রৌঢ়ার। তাঁর স্বামী রামকৃষ্ণ মণ্ডলকে বুকে গুলি করা হয়। হাসপাতালে নিয়ে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। পরিবারের অভিযোগ, ২০১৮-য় মৃতের ভাইঝিকে অপহরণ করে বাংলাদেশে পালিয়ে যায় তন্ময় বর নামে ওই প্রতিবেশী যুবক। ঘটনায় ধরে পড়ে জেলও খাটে। গতবছরই জেল থেকে ছাড়া পায় তন্ময়। প্রতিশোধ নিতেই দম্পতিকে খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

মঙ্গলবার রাত আড়াইটে নাগাদ আচমকা বাড়ির গেটে আওয়াজ হয়। অত রাতে গেটের শব্দে ঘুম ভাঙে বাড়ির সকলেরই। চোর ঢুকেছে ভেবে বেরিয়ে আসেন প্রৌঢ় দম্পতি। দরজা খুলে বাইরে বেরোতেই গুলি চালায় দুষ্কৃতীরা। তারপর পালিয়ে যায় তারা। বাড়ির ভিতর থেকে ছুটে আসেন বাকিরা। গেটের কাছেই রক্তাক্ত অবস্থায় স্বামী-স্ত্রীকে উদ্ধার করেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, রামকৃষ্ণ মণ্ডলের বুকে এবং লীলারানির মাথায় গুলি লেগেছিল। সেখানেই তাঁদের মৃত বলে ঘোষণা করা হয়।

স্থানীয়দের অভিযোগ, তন্ময় বর অনেকদিন ধরে রামকৃষ্ণ মণ্ডলের ভাইঝিকে নানা ভাবে উত্ত্যক্ত করত। এই নিয়ে ওই যুবকের সঙ্গে বেশ কয়েকবার প্রাক্তন সেনাকর্মীর বচসা হয়। অভিযোগ, এই মণ্ডল বাড়িতে একবার অ্যাসিড হামলাও করেছিল অভিযুক্ত।

পুলিশ সূত্রে খবর, ঘটনার পর থেকেই পলাতক তন্ময়। তার খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে আরও ২ জনকে আটক করা হয়েছে। তাঁদের জেরা করে তন্ময় কোথায় গা-ঢাকা দিয়েছে তা জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা।

আরও পড়ুন-নিউটাউনে আইনজীবী খুনে স্ত্রীর যাবজ্জীবন, কোর্ট সরগরম

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...