করোনা আবহে শহর তথা রাজজুড়ে একের পর অগ্নিকাণ্ডের ঘটনা। এবার সেই তালিকায় নয়া সংযোজন উত্তর কলকাতার শোভাবাজার স্ট্রিট। গ্যাস সিলিন্ডারের পাইপ ফেটে আগুন লেগেছিল শোভাবাজারের নীলমনি মিত্র স্ট্রিটে।

স্থানীয় সূত্রে খবর, রান্না করার সময় আচমকাই গ্যাসের পাইপ ফেটে গিয়ে আগুন ধরে যায় শোভাবাজারের এক পাঁচতলা বিল্ডিংয়ের একটি ঘরে। পুড়ে ছাই হয়ে যায় ঘরের বেশ কিছু সামগ্রী। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল। তবে দমকলের ৬টি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনে।


দমকলের প্রাথমিক অনুমান,গ্যাস সিলিন্ডারের পাইপ ফেটেই আগুন লাগার ঘটনা। তবে শর্ট সার্কিট থেকে বা অন্য কোনও কারণে এই আগুন লাগার ঘটনা ঘটতে পারে বলেও মনে করছেন তাঁরা। যদিও বেশকিছু ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি বলেই জানা যাচ্ছে।

আরও পড়ুন- সুশান্তের ভিসেরার নমুনা সংরক্ষিত হয়নি নিয়ম মেনে, রহস্য AIIMS-এর বক্তব্যে

