Thursday, November 6, 2025

সুশান্ত বেঁচে থাকলে ঠাঁই হতো জেলেই, জামিনের আবেদনে দাবি রিয়ার

Date:

Share post:

“সুশান্ত বেঁচে থাকলে ওঁর বিরুদ্ধেও ড্রাগ নেওয়ার অভিযোগ উঠতো৷ ওকেও জেলে যেতে হতো।”

বম্বে হাইকোর্টে জামিনের আর্জিতে এমন কথাই বলেছেন রিয়া চক্রবর্তী। এখানেই শেষ নয়৷ রিয়া বলেছেন, “সুশান্তের বাড়ির লোকেরা ওর ডিপ্রেশনের কথা জানত। তাও ওর দিদিরা আদরের ভাইকে ফেলে চলে গিয়েছিল। লোকে এখন আমাকেই ডাইনি বলছে। আমার ‘অওকাত’ নিয়ে প্রশ্ন তুলছে। কিন্তু সুশান্ত তাঁর নিজের ড্রাগের অভ্যেস বজায় রাখতে আমাদের দিয়ে ফায়দা তোলার চেষ্টা করছে”৷

ঠিক এভাবেই সুশান্ত রাজপুতের দিকেই আঙুল তুলেছেন রিয়া চক্রবর্তী। তিনি এখন বাইকুলা সংশোধনাগারেই রয়েছেন৷ আপাতত ৬ অক্টোবর পর্যন্ত তাঁর জেল-হাজত চলবে। গত ৮ সেপ্টেম্বর NCB গ্রেফতার করে রিয়া চক্রবর্তীকে। মাদক যোগে এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ১৮ জনকে।

আরও পড়ুন- অমিত-দিলীপ বৈঠক আগামী সপ্তাহে, পুজোর আগেই একুশের রোড ম্যাপ

রিয়া ও শৌভিকের আইনজীবী সতীশ মানশিন্দে বম্বে হাইকোর্টে দুই ভাইবোনের জামিনের আবেদন করেছেন। বুধবার খুব বেশি বৃষ্টি থাকায় সেই শুনানি হয়নি। আজ, বৃহস্পতিবার শুনানি হতে পারে৷

জামিনের আর্জিতে রিয়া জানিয়েছেন, সুশান্ত আমার ভাইকেও সুযোগ পেয়ে ব্যবহার করেছে। প্রায়ই সুশান্ত নীরজকে
অর্ডার করত ওঁর জন্য গাঁজা বানিয়ে রাখার জন্য। মৃত্যুর ৩ দিন আগেও সুশান্তের নির্দেশে একটি বাক্সে গাঁজা ভরে রেখেছিল নীরজ। ওঁর মৃত্যুর পর বেডরুম থেকেই সেই খালি বাক্স পাওয়া যায়। এর থেকেই বোঝা যায়, নিজের স্বার্থসিদ্ধির জন্য কীভাবে ও সবাইকে ব্যবহার করতো”।

রিয়া আরও বলেছেন, “সুশান্ত নিজেই যে শুধু ড্রাগ নিতেন এমন নয়। বাড়ির বাকি সদস্যদেরও মাদক সংগ্রহ করতো৷ তদন্তের স্বার্থে সুশান্ত বাদে বাকি সবার ফোনের কললিস্ট চেক করা হল। এর অর্থ কী ? সুশান্তকে মাদক সরবরাহের জন্য তাদের শাস্তি দেওয়া হচ্ছে। অথচ সুশান্তের ফোন একবারও ঘেঁটে দেখা হল না। সুশান্তের কথামতো আমি মাদক কিনেছি। আমি নিজে কোনওদিন নিইনি। আমি তো কোনও অন্যায় করিনি। বড় দাদার মতো শৌভিকের সঙ্গে মিশত সুশান্ত। ওঁদের দুজনের পছন্দ একই রকম ছিল। বুদ্ধি করে আমার ভাইকেও ব্যবহার করে নিলো”।

spot_img

Related articles

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...

বিমানবন্দর থেকে ‘পলাতক’ বাঁদর, তুলকালাম নেটপাড়া

অবাক কাণ্ড! কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয়...

জামিন পেলেন না জীবনকৃষ্ণ, জেল হেফাজত ১৮ নভেম্বর পর্যন্ত

নিয়োগ মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ করল বিশেষ ইডি আদালত। বৃহস্পতিবার বিচার ভবনে শুনানি...