Wednesday, November 12, 2025

অনুব্রতকে খুনের হুমকি কাণ্ডে ধৃত নেতার বাড়ি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

Date:

Share post:

”ধর্মের কল বাতাসে নড়ে!” বলছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের অনুগামীরা। কারণ, কিছুদিন আগে তাঁদের প্রিয় নেতাকে যিনি হুমকি দিয়েছিলেন, কলার ধরার কথা বলেছিলেন, দলেরই সেই বিক্ষুব্ধ নেতা নিত্যানন্দ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে তল্লাশি চালিয়ে এবার পুলিশ উদ্ধার করলো বেশকিছু আগ্নেয়াস্ত্র। যিনি অবশ্য এখন শ্রীঘরে।

জানা গিয়েছে, নিত্যানন্দ চট্টোপাধ্যায়ের ঘর থেকে একটি দো’নলা বন্দুক এবং একটি ৬ এমএম পিস্তল উদ্ধার করেছে পুলিশ। সঙ্গে উদ্ধার হয়েছে দু’টি কার্তুজ।

বর্ধমান আদালতে তোলার পর বিচারক নিত্যানন্দকে ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। সূত্রের খবর, এরপর পুলিশি জেরায় নিত্যানন্দবাবু স্বীকার করেন তাঁর বাড়িতে আগ্নেয়াস্ত্র আছে। তার বয়ান অনুসারে তল্লাশি চালিয়ে, আলমারির লকারে পিস্তল এবং দেওয়াল আলমারি থেকে দো’নলা বন্দুক উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, দু’টি বন্দুকই লাইসেন্সপ্রাপ্ত এবং নিত্যানন্দের নামেই লাইসেন্স রয়েছে। লাইসেন্স দু’টিও বাজেয়াপ্ত করেছে পুলিশ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, দো’নলা বন্দুকটি নিত্যানন্দের বাবার আমলের। বাবার মৃত্যুর পর তার নামে লাইসেন্স পরিবর্তন হয়। অপরদিকে পিস্তলটির লাইসেন্স ১৯৮১ সালে পেয়েছিলেন নিত্যানন্দ চট্টোপাধ্যায়।

উল্লেখ্য, সম্প্রতি ফোনে অনুব্রত মণ্ডলকে গুলি করে খুন করার হুমকির অভিযোগ দিয়েছিলেন নিত্যানন্দ চট্টোপাধ্যায়। সেই অভিযোগের ভিত্তিতেই গত মঙ্গলবার গুসকরা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নিত্যানন্দ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে পুলিশ। গ্রেপ্তারের পর নিত্যানন্দ জানিয়েছিলেন, তার থেকে নেওয়া ধারের পাওনা টাকা অনুব্রত মণ্ডল ফেরত দিচ্ছেন না বলেই তিনি হুমকি দিয়েছেন। এবং জেল থেকে ছাড়া পাওয়ার পর জামার কলার ধরে সেই টাকা তিনি আদায় করবেন। অন্যদিকে, নিত্যানন্দ চট্টোপাধ্যায়কে বিজেপি যোগদানের জন্য আহ্বান করেছিলেন অনুপম হাজরা।

আরও পড়ুন-“বিশ্বভারতীর মাঠে দেহব্যবসা বিশ্বাসই করি না”, অগ্নিমিত্রার অভিযোগ ওড়ালেন লকেট

spot_img

Related articles

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...