Sunday, August 24, 2025

‘জাতীয় ঐতিহ্য’! দিলীপকুমার ও রাজ কাপুরের পৈতৃক ভিটে কিনছে পাক সরকার

Date:

Share post:

বলিউডের দুই কিংবদন্তী অভিনেতা রাজ কাপুর এবং দিলীপ কুমারের পৈতৃক ভিটে কিনে নেওয়ার সিদ্ধান্ত নিল পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রশাসন৷ প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান ড. আব্দুস সামাদ খান সংবাদমাধ্যমে
জানিয়েছেন, খাইবার- পাখতুনখোয়া প্রদেশের প্রত্নতত্ত্ব বিভাগ পেশোয়ার শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এই দু’টি ভবন কেনার জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে৷ এই অর্থে বাড়ি দু’টি সংস্কার করা হবে৷ ইতিমধ্যেই বাড়ি দু’টিকে’ ‘জাতীয় ঐতিহ্য’ হিসেবে ঘোষণা করা হয়েছে৷

পেশোয়ারে রাজ কাপুর ও দিলীপ কুমারের পৈতৃক বাড়ি দুটি ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে। খাইবার পাখতুনখাওয়ার পুরাতত্ত্ব দফতর জানিয়েছে, বহুদিন ধরেই তারা এই দুটি বাড়ি মেরামতের উদ্যোগ নিলেও আর্থিক টানাটানির জন্য কাজ এগোয়নি। সম্প্রতি পাক সরকার এই দুই ভারতীয় তারকার বাড়ি মেরামতের জন্য আর্থিক অনুদানের কথা ঘোষণা করেছে।

রাজ কাপুরের পৈতৃক বাড়ি, কাপুর হাভেলি নামে পরিচিত৷ বিখ্যাত কিসা খোয়ানি বাজারের কাছেই এটির ঠিকানা৷ রাজ কাপুরের পিতামহ দেওয়ান বশেশ্বরনাথ কাপুর ১৯১৮ সালে এই ভবন তৈরির কাজ শুরু করেন, শেষ হয় ১৯২২সালে৷ রাজ কাপুর এবং তার কাকা ত্রিলোক কাপুর এই ভবনেই জন্মগ্রহণ করেছিলেন।

ওদিকে দিলীপ কুমারের বাড়িটি ১০০ বছরেরও বেশি পুরনো। বাড়িটি ভেঙ্গে পড়েছে৷ এই বাড়িটিও ওই একই এলাকায়। ২০১৪ সালে নওয়াজ শরিফ সরকার দিলীপ কুমারের বাড়িটিকে রাষ্ট্রীয় সম্পত্তি বলে ঘোষণা করেছিল।
এক রিয়েল এস্টেট সংস্থা দীর্ঘদিন ধরে ওই দুটি ঐতিহাসিক বাড়ি ভেঙে প্লাজা তৈরির চেষ্টা করেছিল । কিন্তু পাকিস্তান সরকার তার অনুমতি দেয়নি। কাপুর হাভেলির বর্তমান মালিক আলি কাদের বলেছেন, তিনি বাড়িটি ভেঙ্গে ফেলতে চান না৷ এটি জাতীয় গর্ব। এই ঐতিহাসিক কাঠামো রক্ষা এবং সংরক্ষণের জন্য প্রত্নতত্ত্ব বিভাগের কর্মকর্তাদের সাথে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

আলি কাদের রাজ কাপুরের পূর্বপুরুষের তৈরি এই ভবনটি সরকারের কাছে বিক্রি করার জন্য ২০০ কোটি টাকা দাবি করেছেন। প্রয়াত ঋষি কাপুরের অনুরোধে ২০১৮ সালে পাকিস্তান সরকার কাপুর হাভেলিকে একটি মিউজিয়ামে রূপান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছিলো৷ কিন্তু তা বাস্তবায়িত করা যায়নি।
প্রসঙ্গত, পেশোয়ারে প্রায় ১৮০০ ঐতিহাসিক ভবন আছে, যা ৩০০ বছরেরও বেশি পুরনো।

আরও পড়ুন-কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদে মুখর কৃষকরা, দিল্লির রাজপথে জ্বলল আগুন

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...