১ অক্টোবর থেকে শুরু হচ্ছে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের চূড়ান্ত বর্ষের পরীক্ষা। শেষ হবে ১৮ অক্টোবর। এই সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা চালু রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। মঙ্গলবার, এই নিয়ে টুইট করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি লেখেন, “সিইএসসি এবং রাজ্যের বিদ্যুৎ দফতরকে ১ থেকে ১৮ পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা সচল রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Advisory issued to CESC &WBSEB to provide uninterrupted powerduring examinations from 1stOctober to 18th.
— Partha Chatterjee (@itspcofficial) September 29, 2020
আরও পড়ুন:উৎসবের মরশুমে ১৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! প্রস্তুতি নিন এখনই
