উৎসবের মরশুমে ১৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! প্রস্তুতি নিন এখনই

ডিজিটাল দুনিয়ায় নগদের জোগান বড় বেশি কারও হাতেই থাকে না। যে কোনও বড় লেনদেনের জন্য ব্যাঙ্কই ভরসা। আর উৎসবের মরশুমে যখন আম আদমির নগদ টাকার প্রয়োজন, তখনই টানা বেশ কয়েকদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। যার ফলে চরম বিপাকে পড়তে পারেন গ্রাহকরা। ব্যাঙ্কগুলির ছুটির তালিকা বলছে, শুধু অক্টোবর মাসেই ১৪ দিন বন্ধ থাকবে পরিষেবা।
অক্টোবর মাসে রয়েছে বাঙালীর শ্রেষ্ট উৎসব দূর্গাপূজা। এছাড়া নবরাত্রি, দশেরা এই উৎসবগুলিও রয়েছে। তাই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এই মাসে বেশ কয়েকদিনের ছুটিও রয়েছে। মাসের দীর্ঘ ব্যাঙ্ক হলিডের তালিকা শুরু হচ্ছে শুরু থেকেই।

আরও পড়ুন : পুজোর আগেই ক্ষতিগ্রস্তদের টাকা মিটিয়ে দেবে রাজ্য সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অক্টোবর মাসে কোন কোন দিন ছুটি রয়েছে, একনজরে দেখে নিন-
২ অক্টোবর শুক্রবার গান্ধী জয়ন্তী। গান্ধী জয়ন্তী উপলক্ষে গোটা দেশেই ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ থাকবে।
৮ অক্টোবর বৃহস্পতিবার চিল্লুম রিজিওনাল হলিডে।
১০ অক্টোবর পড়েছে দ্বিতীয় শনিবার।
১৭ অক্টোবর শনিবার অসমীয়া বিহু উৎসব।
২৩-২৬ অক্টোবর পুজো। ২৩ তারিখ সপ্তমী। ২৬ অক্টোবর সোমবার বিজয়া দশমী ও দশেরা উৎসব।
২৯ অক্টোবর বৃহস্পতিবার মিলাদ শরীফ রিজিওনাল হলিডে।
৩০ অক্টোবর শুক্রবার ঈদ এ মিলাদ।
৩১ অক্টোবর শনিবার মহারিশি বাল্মিকী সর্দার ভাই প্যাটেল জয়ন্তী রিজিওনাল হলিডে।
এর মধ্যে ৪, ১১, ১৮ অক্টোবর রবিবার পড়েছে।

আরও পড়ুন : বিচিত্র কারণে ট্রেনের ভাড়া ফের বাড়তে পারে, টিকিটে বসবে লেভি

একটা গোটা মাসে এতগুলো দিন ব্যাঙ্ক পরিষেবা মিলবে না৷ তাতেই চিন্তার ভাঁজ বাড়ছে সাধারণ গ্রাহকদের কপালে৷

Previous article‘চা সুন্দরী’ প্রকল্পে প্রথম ধাপে তৈরি হবে ৩৬৯৪ বাড়ি, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Next articleস্নাতক, স্নাতকোত্তর স্তরে পরীক্ষার সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবার নির্দেশ রাজ্যের