Tuesday, January 13, 2026

“দলিতরা আমাদের সম্পদ, তাঁদের উপর নির্যাতন অত্যন্ত নিন্দনীয়”-হাথরস নিয়ে মন্তব্য ডেরেকের

Date:

Share post:

“দলিতরা আমাদের সম্পদ। তাদের বিরুদ্ধে যে কোনওরকম নির্যাতনের ঘটনার আমরা তীব্র নিন্দা করি”- উত্তরপ্রদেশের হাথরসে দলিত তরুণীর গণধর্ষণ ও মৃত্যুর নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন। তিনি বলেন, এরকম ঘটনার কঠোরতম পদক্ষেপ নেওয়া উচিত। কিন্তু অনেক ক্ষেত্রেই এই ধরনের ঘটনা জনসমক্ষেই আসে না। দলিতরা সমাজের অবিচ্ছেদ্য অংশ, তাঁদের প্রতি সুবিচারের জন্য তৃণমূল কংগ্রেস দৃঢ়প্রতিজ্ঞ বলেও মন্তব্য করেন ডেরেক।

১৫ দিনের লড়াই শেষে মঙ্গলবার সকালে মৃত্যু হয়েছে গণধর্ষণের শিকার উত্তরপ্রদেশের দলিত তরুণীর। আর খবরের পরই ক্ষোভে ফেটে পড়ছে দেশ। এদিন যোগী রাজ্যের হাথরস অঞ্চলের ১৯ বছরের তরুণীর মৃত্যু হয় দিল্লিতে। দিল্লির সফদরজং হাসপাতালে ওই তরুণীর মৃত্যু হয়।

মঙ্গলবার, দিল্লির ইন্ডিয়া গেটের সামনে এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ হয়। ন্যায় বিচারের দাবি জানানো হয়। ‘দলিত বেটি কো ন্যায় দো’ স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের আটক করা হয়। আর এই মৃত্যু নির্ভয়ার স্মৃতি উস্কে দিল। ২০১২ সালে ১৬ ডিসেম্বর দিল্লির চলন্ত বাসে গণধর্ষণের শিকার হন প্যারামেডিক্যাল ছাত্রী। ২৭ ডিসেম্বর মৃত্যু হয় তাঁর। ওই মৃত্যু নিয়ে দীর্ঘ জলঘোলা হয়। ইন্ডিয়া গেট সহ দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক বিক্ষোভ হয়। চলতি বছর মার্চে ফাঁসি হয় নির্ভয়ার ধর্ষণকারীদের।

পুলিশ সূত্রে খবর, দিন ১৫ আগে হাথরসে ওই তরুণীকে গণধর্ষণ করা হয়। ঘটনায় অভিযুক্ত ৪ জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, অপরাধীরা কেবল ধর্ষণই করেনি। তাঁকে শ্বাসরোধ করে খুন করার চেষ্টাও করা হয়েছিল। তাঁর জিভে ক্ষত চিহ্ন পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। দিন ১৫ আগে ওই তরুণীকে জওহরলাল নেহরু মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। তাঁকে ভর্তি করা হয় সফদরজংয়ে।
প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর মায়ের সঙ্গে মাঠে কাজ করতে যান ওই তরুণী। এরপরই নিখোঁজ হয়ে যান তিনি। আশপাশের এলাকা সহ আত্মীয়দের বাড়িতে খোঁজ নেওয়া হয়। কিন্তু পাওয়া যায়নি তাঁকে। শেষমেষ পরিত্যক্ত জায়গা থেকে অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করা হয় ওই তরুণীকে। পুলিশ জানিয়েছে, তাঁর শরীর ভেসে যাচ্ছিল রক্তে। জিভও ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল।

আরও পড়ুন : ‘কিষাণ সম্মান নিধি’ থেকে ‘কৃষক বন্ধু’ প্রকল্প অনেক বেশি সহায়ক: সোজা বাংলায় দেওয়া হল তথ্য

spot_img

Related articles

ইরানে হামলা করতে চলেছে আমেরিকা! মার্কিন দূতাবাসের সতর্কবার্তায় বাড়ছে জল্পনা 

অশান্ত ইরানের (Iran) নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ এসেছে আমেরিকা থেকে। কিন্তু কেন? তাহলে কি শুল্ক নিয়ে বড় ঘোষণার...

গঙ্গাসাগরে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ মুখ্যমন্ত্রীর! তোপ দাগলেন সিপিএম-কেও

সাগরে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ। এক্স হ্যান্ডলে পোস্ট করে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মেলার প্রতি কেন্দ্রের...

খসড়া তালিকায় ‘মৃত’! ১০ ‘ভূত’কে কোচবিহারের সভামঞ্চে আনলেন অভিষেক, মোক্ষম খোঁচা কমিশনকে

খসড়া ভোটার তালিকার ১০মৃতকে কোচবিহারের ব়্যাম্পে হাঁটালেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। মঙ্গলবার, রণসংকল্প...

আসানসোলে কয়লাখনিতে ধস! মৃত ২, আটকে বহু

ফের আসানসোলের কুলটিতে অবৈধ কয়লাখনিতে ধস (Coal Mine Collapse)! যার জেরে মৃত্যু হয়েছে ২ শ্রমিকের। আশঙ্কা করা হচ্ছে...