Thursday, November 6, 2025

ভূখণ্ড নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে অব্যাহত লড়াই, সংযত হওয়ার বার্তা ভারতের

Date:

Share post:

মহামারি আবহেই যুদ্ধ শুরু দুই দেশের মধ্যে। ভূখণ্ড দখলের লড়াই নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চলের দখল নিয়ে দুই দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে।

গত ২৭ সেপ্টেম্বর সকাল থেকে দু’দেশের মধ্যে নতুন করে সংশ্লিষ্ট অঞ্চল নিয়ে সংঘর্ষ শুরু হয়েছে। আন্তর্জাতিকভাবে সংশ্লিষ্ট অঞ্চলটি আজারবাইজানের অংশ হিসেবে স্বীকৃত। তবে বহু বছর ধরেই ওই অঞ্চলটি নিয়ন্ত্রণে রেখেছে আর্মেনিয়া। নাগোরনো-কারাবাখ অঞ্চলকে স্বাধীন হিসেবে স্বীকৃতি না দিলেও আর্মেনিয়ার সরকার রাজনৈতিক ও সামরিকভাবে সাহায্য প্রদান করে আসছে। ১৯৯৪ সালে সংঘর্ষ বিরতি চুক্তি হয়। কিন্তু তাতে কোনও লাভ হয়নি।

এদিকে দুই দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে একাধিক দেশ। সূত্রের খবর, মুসলিম-প্রধান আজারবাইজানের হয়ে পাকিস্তানি সেনা যুদ্ধ করছে। আজারবাইজানকে অস্ত্র জোগাচ্ছে ইজরায়েল। তুরস্ক খোলাখুলিভাবেই আজারবাইজানকে সমর্থন করেছে। এমনকী সিরিয়া থেকে বাকুতে সেনা পাঠানোর কথা বলেছে তুরস্ক। আবার, আর্মেনিয়ায় রাশিয়ার সেনা ঘাঁটি আছে। সূত্রের খবর, সামরিকভাবে সাহায্য করছে রাশিয়া। স্পষ্টতই পরোক্ষভাবে যুদ্ধে শামিল হচ্ছে অন্য দেশও।আর্মেনিয়ার প্রতিরক্ষামন্ত্রীর দাবি, হামলা চালিয়েছে আজারবাইজান। তাদের রুখতে সেদেশের দুটি হেলিকপ্টার, তিনটি ড্রোন ও তিনটি ট্যাঙ্ক ধ্বংস করেছে। অন্যদিকে আজারবাইজান জানিয়েছে, আর্মেনিয়ার ২০ জন ফৌজি, এক ডজন ট্যাঙ্ক ধ্বংস করেছে তারা। এই পরিস্থিতিতে আর্মেনিয়া হুমকি দিয়েছে, প্রয়োজনে পারমাণবিক অস্ত্র এবং রাশিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পিছপা হবে না তারা। দুই দেশের সঙ্গে ভালো সম্পর্ক ভারতের। এই পরিস্থিতিতে আজারবাইজান এবং আর্মেনিয়াকে সংযত হওয়ার বার্তা দিয়েছে ভারত।

আরও পড়ুন:স্বপ্ননগরী ডিজনিল্যান্ডে স্বপ্নভঙ্গ ২৮ হাজার কর্মীর !

 

 

spot_img

Related articles

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...

বিমানবন্দর থেকে ‘পলাতক’ বাঁদর, তুলকালাম নেটপাড়া

অবাক কাণ্ড! কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয়...

জামিন পেলেন না জীবনকৃষ্ণ, জেল হেফাজত ১৮ নভেম্বর পর্যন্ত

নিয়োগ মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ করল বিশেষ ইডি আদালত। বৃহস্পতিবার বিচার ভবনে শুনানি...