স্বপ্ননগরী ডিজনিল্যান্ডে স্বপ্নভঙ্গ ২৮ হাজার কর্মীর !

করোনা মহামারির প্রভাবে এবার মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ হারাচ্ছেন ২৮ হাজার কর্মী। স্বপ্ননগরী ডিজনিল্যান্ড কর্তৃপক্ষ জানিয়েছেন, আর্থিক মন্দার কারণে ওই ২৮ হাজার কর্মীকে তারা বরখাস্ত করতে বাধ্য হচ্ছেন। যারা কাজ হারাচ্ছেন তাদের মধ্যে ৬৭% আংশিক সময়ের কর্মী বলে জানা গিয়েছে। গোটা বিশ্বের শিশুদের কাছে এই ডিজনিল্যান্ডের জনপ্রিয়তা তুঙ্গে ।
আসলে করোনা সংক্রমণের জেরে বিশ্বজুড়ে ডিজনির যে থিমপার্ক ও রিসোর্টগুলি আছে সেগুলি দীর্ঘ সাত মাস বন্ধ রয়েছে। এর ফলে প্রবল আর্থিক সংকটের মুখে পড়েছে ডিজনি কর্তৃপক্ষ ।

আরও পড়ুন- ৩০ টাকার কাগজ ঘুরিয়ে দিল ভাগ্যের চাকা!

পরিসংখ্যান বলছে চলতি বছরের প্রথম তিন মাসে ডিজনির মুনাফা ৯১ শতাংশ কমে গিয়েছে। ফলে কর্মী ছাঁটাই ছাড়া এই আর্থিক মন্দা কাটিয়ে ওঠার আর কোনও পথ তাদের কাছে খোলা নেই।

 

Previous articleকলকাতায় ফিরেই শাসক দলকে এক হাত নিলেন দিলীপ
Next articleবড় পর্দা কাঁপিয়ে এবার কি ছোটো পর্দায় রেখা!